
জ্যোতিষ মতে, ফেব্রুয়ারি মাস খুবই উল্লেখযোগ্য হতে চলেছে। বিভিন্ন গ্রহের রাশি বদলে ভাগ্য চমকাবে। ৩ রাশির জাতকদের সুখ-সৌভাগ্য উপচে পড়বে। জেনে নিন বিশদে...
সিংহ রাশি (Leo):
ভাগ্য বদলাবে সিংহ রাশির জাতকদের। ফেব্রুয়ারিতে সাফল্যের মুখ দেখবেন জাতকরা। গাড়ি-বাড়ি কিনতে পারবেন। ধনলাভের যোগ রয়েছে।
মিথুন রাশি (Gemini):
ভাগ্যোদয় হবে মিথুন রাশির জাতকদের। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য সুখ বাড়বে। ভ্রমণের যোগ রয়েছে।
কর্কট রাশি (Cancer):
কপাল খুলবে কর্কট রাশির জাতকদের। কেরিয়ারে বড় সুযোগ আসতে পারে। কোনও সুখবর পেতে পারেন। বিনিয়োগের জন্য ভাল সময়।
অন্য দিকে,জ্যোতিষ মতে, আগামী ২৮ জানুয়ারি মীন রাশিতে রাহু ও শুক্রের মিলন হবে। যার ফলে লাভের মুখ দেখবেন বৃষ, কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা। জ্যোতিষ মতে, কুম্ভ রাশিতে বুধ ও শনির মিলন হতে চলেছে। এর ফলে লাভের মুখ দেখবেন মেষ, মকর ও কুম্ভ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ২৮ জানুয়ারি রাশি বদলাবে শুক্র। এর ফলে তৈরি হবে মালব্য রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, কুম্ভ ও ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, ২০২৫ সালে একাধিক গ্রহ রাশি বদলাবে। যার জেরে কেরিয়ার, প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ, মকর ও কুম্ভ রাশির জাতকদের।