Advertisement

Rahu Shukra Yuti Horoscope: ৩ রাশির সুখ-সৌভাগ্য লাভ, রাহু-শুক্রের মিলনে বিশাল সাফল্য

জ্যোতিষ মতে, আগামী ২৮ জানুয়ারি মীন রাশিতে রাহু ও শুক্রের মিলন হবে। যার ফলে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। সব ক্ষেত্রে সাফল্য আসবে। জেনে নিন বিশদে...

ভাগ্য বদলাবে ৩ রাশির।ভাগ্য বদলাবে ৩ রাশির।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jan 2025,
  • अपडेटेड 7:04 AM IST
  • জ্যোতিষ মতে, আগামী ২৮ জানুয়ারি মীন রাশিতে রাহু ও শুক্রের মিলন হবে।
  • লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা।
  • সব ক্ষেত্রে সাফল্য আসবে।

জ্যোতিষ মতে, আগামী ২৮ জানুয়ারি মীন রাশিতে রাহু ও শুক্রের মিলন হবে। যার ফলে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। সব ক্ষেত্রে সাফল্য আসবে। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। অর্থলাভ হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। সমাজে সুনাম বাড়বে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

বৃশ্চিক রাশি (Scorpio): 

কপাল খুলবে বৃশ্চিক রাশির জাতকদের। পড়ুয়াদের জন্য ভাল সময়। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য সুখ বাড়বে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

কর্কট রাশি (Cancer): 

ভাগ্য বদলাবে কর্কট রাশির জাতকদের। পরিশ্রমের সুফল পাবেন। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। সব স্বপ্নপূরণ হবে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, কুম্ভ রাশিতে বুধ ও শনির মিলন হতে চলেছে। এর ফলে লাভের মুখ দেখবেন মেষ, মকর ও কুম্ভ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ২৮ জানুয়ারি রাশি বদলাবে শুক্র। এর ফলে তৈরি হবে মালব্য রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, কুম্ভ ও ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, ২০২৫ সালে একাধিক গ্রহ রাশি বদলাবে। যার জেরে কেরিয়ার, প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ, মকর ও কুম্ভ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ। এর প্রভাবে ২০২৫ সালে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। চাকরি-ব্যবস্যায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক,বৃষ ও কন্যা রাশির জাতকদের।


 

Read more!
Advertisement
Advertisement