Advertisement

Pataka Yog Horoscope: আচমকা ধনলাভ, ৬ গ্রহের বিশেষ যোগে মালামাল ৩ রাশি

জ্যোতিষ মতে, ২৬ জানুয়ারির মধ্যে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, ইউরেনাস একই সমান্তরাল রেখায় থাকবে। যার ফলে পতাকা যোগ তৈরি হবে। এর প্রভাবে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। 

ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের।ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jan 2025,
  • अपडेटेड 5:08 PM IST
  • জ্যোতিষ মতে, ২৬ জানুয়ারির মধ্যে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, ইউরেনাস একই সমান্তরাল রেখায় থাকবে।
  • যার ফলে পতাকা যোগ তৈরি হবে।
  • লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। 

জ্যোতিষ মতে, ২৬ জানুয়ারির মধ্যে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, ইউরেনাস একই সমান্তরাল রেখায় থাকবে। যার ফলে পতাকা যোগ তৈরি হবে। এর প্রভাবে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। 

মেষ রাশি (Aries): 

 ভাগ্য বদলাবে মেষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

বৃষ রাশি (Taurus): 

কপাল খুলবে বৃষ রাশির জাতকদের। চাকরিতে সাফল্যের যোগ রয়েছে। অর্থলাভ হবে। বিনিয়োগের জন্য ভাল সময়। 

মকর রাশি (Capricorn): 

মকর রাশির জাতকদের জন্য ভাল সময়। ধনলাভের যোগ রয়েছে। দাম্পত্য সুখ বাড়বে। পড়ুয়াদের জন্য ভাল সময়। 


অন্য দিকে,জ্যোতিষ মতে, আগামী ২৮ জানুয়ারি মীন রাশিতে রাহু ও শুক্রের মিলন হবে। যার ফলে লাভের মুখ দেখবেন বৃষ, কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা। জ্যোতিষ মতে, কুম্ভ রাশিতে বুধ ও শনির মিলন হতে চলেছে। এর ফলে লাভের মুখ দেখবেন মেষ, মকর ও কুম্ভ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ২৮ জানুয়ারি রাশি বদলাবে শুক্র। এর ফলে তৈরি হবে মালব্য রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, কুম্ভ ও ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, ২০২৫ সালে একাধিক গ্রহ রাশি বদলাবে। যার জেরে কেরিয়ার, প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ, মকর ও কুম্ভ রাশির জাতকদের।

Read more!
Advertisement
Advertisement