Advertisement

Most Revengeful Rashi: অন্যায় ভোলেন না, প্রতিশোধ নিয়েই ছাড়েন এই ৪ রাশির মানুষরা

Most Revengeful Rashi: জীবনে অন্যায় হলে অনেকেই ভুলে গিয়ে সামনে এগিয়ে যান। কিন্তু কিছু রাশির মানুষ একেবারেই ভুলতে পারেন না। তাঁদের স্বভাবেই রয়েছে প্রতিশোধ নেওয়ার প্রবণতা।

এই ৪ রাশিকে ভুলেও চটাবেন না।এই ৪ রাশিকে ভুলেও চটাবেন না।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2025,
  • अपडेटेड 6:47 PM IST
  • জীবনে অন্যায় হলে অনেকেই ভুলে গিয়ে সামনে এগিয়ে যান।
  • কিন্তু কিছু রাশির মানুষ একেবারেই ভুলতে পারেন না।
  • তাঁদের স্বভাবেই রয়েছে প্রতিশোধ নেওয়ার প্রবণতা।

Most Revengeful Rashi: জীবনে অন্যায় হলে অনেকেই ভুলে গিয়ে সামনে এগিয়ে যান। কিন্তু কিছু রাশির মানুষ একেবারেই ভুলতে পারেন না। তাঁদের স্বভাবেই রয়েছে প্রতিশোধ নেওয়ার প্রবণতা। অন্যায় যেই করুক না কেন, এই রাশির জাতকরা শেষ পর্যন্ত সেই অন্যায়ের হিসেব চুকিয়েই শান্তি পান। জ্যোতিষ মতে, এই গুণ মূলত চারটি রাশির মধ্যে বেশি দেখা যায়। দেখে নিন, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই চার রাশির জাতকরা অন্যায় হলে নিশ্চুপ থাকলেও ভিতরে ভিতরে প্রতিশোধের আগুন পুষে রাখেন। তাই সম্পর্ক বা বন্ধুত্বে স্বচ্ছতা বজায় রাখাই শ্রেয়। কারণ একবার তাঁদের বিশ্বাস হারালে ফের মেলবন্ধন তৈরি করা সহজ নয়।

১. বৃশ্চিক রাশি (Scorpio)
বৃশ্চিক রাশির জাতকরা প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে একেবারেই নির্মম। যাঁরা এই রাশির জাতক, তাঁদের আবেগের গভীরতা অনেক বেশি। তাঁরা সহজে কাউকে ক্ষমা করেন না। কারও প্রতি রাগ জন্মালে, সেই রাগ ভুলতে অনেক সময় লেগে যায়। এমনকি অন্যায় ভুলে না গিয়ে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করেন বৃশ্চিকরা। পরিস্থিতি যেমনই হোক না কেন, অন্যায়ের প্রতিশোধ তাঁরা নিতেই চান। সম্পর্কের ক্ষেত্রেও বিশ্বাসঘাতকতা হলে এই রাশির জাতকরা কাউকে ক্ষমা করেন না।

২. সিংহ রাশি (Leo)
সিংহ রাশির জাতকরা আত্মসম্মান নিয়ে কোনও আপস করেন না। তাঁদের স্বভাবই এমন যে, তাঁরা সবসময় নিজেদের প্রাধান্য দিতে চান। কেউ তাঁদের অপমান করলে বা অন্যায় করলে তাঁরা সেই অপমানের জবাব দিতেই চান। সিংহরা কেবল প্রতিশোধই নেন না, তা নেন দারুণ পরিকল্পনা করে। তবে তাঁরা কখনও হঠাৎ সিদ্ধান্ত নেন না, ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করেন। এই রাশির জাতকরা অন্যায় ভুলে না গিয়ে শক্ত হাতে তার সমাধান করেন।

৩. বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতকরা সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকেন। কিন্তু কেউ তাঁদের সঙ্গে অন্যায় করলে তাঁরা একেবারেই তা মেনে নিতে পারেন না। এই রাশির জাতকরা চুপচাপ প্রতিশোধ নেওয়ার জন্য সময় নেন। তবে একবার সুযোগ পেলেই সেই প্রতিশোধ তাঁরা নেনই। বৃষ রাশির মানুষেরা অন্যায়কে ক্ষমা করার মতো মন বড় নন, বরং নীরবে পরিকল্পনা সাজিয়ে সঠিক সময়ে পাল্টা দেন।

Advertisement

৪. মকর রাশি (Capricorn)
মকর রাশির জাতকরা হিসেবি মনের মানুষ। তাঁদের কাছে অন্যায় মানেই বড় চ্যালেঞ্জ। কেউ তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তাঁরা প্রথমেই সেটার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। মকররা প্রতিশোধ নিতে কখনও তাড়াহুড়ো করেন না, বরং সময় নিয়ে খুঁটিনাটি ভেবে কাজ করেন। তাঁদের কৌশলী মনোভাব এবং ধৈর্য তাঁদের প্রতিশোধ নিতে আরও কার্যকর করে তোলে।

প্রতিটি রাশির মানুষের আলাদা আলাদা স্বভাব রয়েছে। তবে বৃশ্চিক, সিংহ, বৃষ এবং মকর রাশির জাতকরা অন্যায় ভুলে যেতে পারেন না বললেই চলে। তাঁদের জীবনে প্রতিশোধ একটি গুরুত্বপূর্ণ জায়গা নেয়। তাই যদি আপনার বন্ধু, সঙ্গী বা সহকর্মীর রাশি এই চারটির মধ্যে পড়ে, তবে তাদের সঙ্গে ব্যবহার করার সময় একটু বাড়তি সতর্ক থাকুন। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement