Advertisement

Vastu Tips For Money: মানিব্যাগে রাখুন এই ৫ জিনিস, পার্সে সবসময় থাকবে টাকা-পয়সা

Vastu Tips For Money: টাকা রোজগারের জন্যই নিত্য দিনের আমাদের ভাগ-দৌড়। কিন্তু কথায় বলে না লক্ষ্মী বড় চঞ্চলা! তাই কত কিছুই চেষ্টা করা হোক, যেন কিছুতেই টাকা-পয়সা আসতে চাইছে না। পার্সে আমরা টাকা-পয়সা সযত্নে রাখতে পছন্দ করি৷ কিন্তু সেই পার্সের খেয়াল রাখা আর হয় ওঠে না।

টাকার জন্য বাস্তু টিপসটাকার জন্য বাস্তু টিপস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2025,
  • अपडेटेड 6:00 PM IST
  • পার্সে আমরা টাকা-পয়সা সযত্নে রাখতে পছন্দ করি৷

টাকা রোজগারের জন্যই নিত্য দিনের আমাদের ভাগ-দৌড়। কিন্তু কথায় বলে না লক্ষ্মী বড় চঞ্চলা! তাই কত কিছুই চেষ্টা করা হোক, যেন কিছুতেই টাকা-পয়সা আসতে চাইছে না। পার্সে আমরা টাকা-পয়সা সযত্নে রাখতে পছন্দ করি৷ কিন্তু সেই পার্সের খেয়াল রাখা আর হয় ওঠে না। বাস্তু অনুযায়ী, এই অভ্যেস কিন্তু মোটেও ঠিক নয়। অনেকেই আমরা মানিব্য়াগে এমন কিছু রাখি, যার ব্য়বহার রোজ হয় না। কিছু না ভেবেই তা ব্যাগের মধ্যে দিই। তা দিনের পর দিন একইভাবে পড়ে থাকে। জ্যোতিষারা বলছেন, মানিব্যাগ যদি পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকে, তাহলে লক্ষ্মীদেবী সহায় হয় না। তাই মানি ব্যাগে ভুলেও রাখবেন না এসব জিনিস।

মানি ব্যাগে কী কী রাখবেন না
-মানি ব্যাগে যেন না থাকে ছেঁড়া টাকার নোট। টাকা মানে লক্ষ্মীর দান। সুতরাং ছেঁড়া নোট মানিব্যাগে রাখলে ধনদেবী রুষ্ট হন। এতে আর্থিক ক্ষতি হতে পারে।

-পুরনো ছবিও মানিব্যাগে রাখা উচিত নয়। অতীত মানেই পিছু টান। মনে করা হয়, এতে উন্নতির পথে বাধার সৃষ্টি হয়। জীবনে নানা অশান্তি লেগে থাকে।

-মানিব্যাগের ভিতরে বাজেভাবে কাগজ রাখবেন না। এতে ব্যগটি অপরিষ্কার তো হয়ই পাশাপাশি অর্থের অপচয়ও হয়। কখনই বেশি সঞ্চয় করতে পারবেন না।

মানিব্যাগে কী রাখবেন
বাস্তু শাস্ত্র অনুযায়ী, পার্সে বিশেষ ৫টা জিনিস রাখা উচিত৷ এর ফলে জীবনে অর্থের কোনও অভাব হবে না৷ টাকা ও সুখের সাগরে ভাসতে থাকবেন আপনি। 

-অনেকেই পার্সে গুরু বা দেব-দেবতার ছবি রাখেন৷ কিন্তু বাস্তুধর্ম অনুযায়ী, এই ছবি রাখবেন না। বরং নিজের পরিবারের ছবি রাখা উচিত৷ আপনি চাইলে ওম, স্বস্তিকার প্রতীকও রাখতে পারেন৷ তবে যে ছবিই থাকুক না কেন? তা বিকৃত করে রাখা উচিত নয়।

-অনেকেই পার্সে টাকা পয়সা ভাল করে গুছিয়ে রাখেন না৷ তা একেবারেই ঠিক নয়। এছাড়াও অনেকে নোট কয়েন একসঙ্গে রাখেন, তাও করবেন না৷ চেষ্টা করুন এই টাকা ও কয়েন আলাদা করে রাখতে।

Advertisement

-অনেকে পার্সে অনর্থক কাগজপত্র রেখে দেন। বেশি কাগজ রাখলে অর্থ নষ্ট হয়। অতএব, শুধুমাত্র টাকা রাখার চেষ্টা করুন। বাকি কাগজ পার্স থেকে সরিয়ে ফেলুন।

-পার্সে সোনা বা পিতলের একটা বর্গাকার টুকরো রাখুন। তবে এই টুকরোটিকে বৃহস্পতিবার গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে রাখুন। এই টুকরোটি পার্সে রাখলে নিশ্চিত সম্পদ আসবে।

-অনেকেই মানিব্যাগ হিসেবে কালো রং বেছ নেন। তা না করার চেষ্টা করবেন৷ মনে করা হয়, কালো শনিদেবের অপছন্দের রঙ। এমন পরিস্থিতিতে আপনার শনি ভাল না থাকলে কালো রঙের পার্স রাখলে সমস্যা হতে পারে।

Read more!
Advertisement
Advertisement