
সম্পদ, বিলাসিতা, প্রেম ও আকর্ষণের প্রতীক গ্রহ শুক্র। ২০২৫ সালের শেষের মাত্র ১০ দিনের মধ্যেই দু’বার গোচর করতে চলেছে এই গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বিরল ঘটনা কয়েকটি রাশির জাতকদের জীবনে বড়সড় পরিবর্তন আনতে পারে।
শাস্ত্র মতে, ২০ ডিসেম্বর ২০২৫ শুক্র ধনু রাশিতে প্রবেশ করেছে। এর ঠিক ১০ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর শুক্র প্রবেশ করবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। এই নক্ষত্র শুক্রেরই অধীন এবং শুক্র নিজেই এর অধিপতি গ্রহ।
ফলে মাত্র ১০ দিনের মধ্যে শুক্রের দু’বার গোচর এবং নিজের নক্ষত্রে প্রত্যাবর্তন, এই যুগল প্রভাব বিশেষভাবে শক্তিশালী বলে মনে করছেন জ্যোতিষীরা। এর ফলে কেরিয়ার, অর্থ ও ব্যক্তিগত জীবনে তিনটি রাশির জাতকরা উল্লেখযোগ্য সুবিধা পেতে পারেন।
মেষ রাশি
বছরের শেষে শুক্রের এই গোচর মেষ রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ে আনতে পারে। দীর্ঘদিন আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা কাজের খোঁজে রয়েছেন, তাঁদের জন্য নতুন সুযোগ আসতে পারে। চাকরিতে উন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। ব্যক্তিগত জীবনেও সুখের পরিবর্তন আসবে। কোথাও ভ্রমণের পরিকল্পনাও সফল হতে পারে।
তুলা রাশি
তুলা রাশি শুক্রেরই অধীন। তাই এই গোচরের প্রভাব তুলা রাশির জাতকদের জীবনে বেশ ইতিবাচক হতে পারে। হঠাৎ আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আর্থিক টানাপড়েন কাটতে পারে। সংসারে শান্তি ও মানসিক স্বস্তি বজায় থাকবে।
ধনু রাশি
ধনু রাশিতে শুক্রের অবস্থান এই রাশির জাতকদের জন্যও বিশেষ শুভ ইঙ্গিত দিচ্ছে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে আসবে। নতুন কাজ বা নতুন পরিকল্পনা শুরু করার জন্য সময় অনুকূল। কেরিয়ার, প্রেম কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রেও শুভ যোগ রয়েছে। সমাজে সম্মান বাড়বে। যাঁদের বিয়ে হয়নি, তাঁদের বিয়ের পাকা কথা হতে পারে।