Advertisement

Vivah Panchami 2025: বিবাহ পঞ্চমীতে দুর্লভ শুভ যোগে সুসময়, শ্রী রামের আর্শীবাদে ৫ রাশির অর্থভাগ্য তুঙ্গে

জ্যোতিষ দৃষ্টিতে বিবাহ পঞ্চমীর দিন খুবই বিশেষ। ২৫ নভেম্বর বিবাহ পঞ্চমী। এদিন চন্দ্রমার গোচর মকর রাশিতে হবে, যার কারণে চন্দ্র ও গুরুর মধ্যে সমসপ্তক যোগ তৈরি হচ্ছে যার প্রভাবে শুভ গজকেশরী যোগ সক্রিয় হয়ে যাবে।

বিবাহ পঞ্চমীতে শ্রী রামের কৃপাবিবাহ পঞ্চমীতে শ্রী রামের কৃপা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2025,
  • अपडेटेड 12:25 PM IST
  • জ্যোতিষ দৃষ্টিতে বিবাহ পঞ্চমীর দিন খুবই বিশেষ।

জ্যোতিষ দৃষ্টিতে বিবাহ পঞ্চমীর দিন খুবই বিশেষ। ২৫ নভেম্বর বিবাহ পঞ্চমী। এদিন চন্দ্রমার গোচর মকর রাশিতে হবে, যার কারণে চন্দ্র ও গুরুর মধ্যে সমসপ্তক যোগ তৈরি হচ্ছে যার প্রভাবে শুভ গজকেশরী যোগ সক্রিয় হয়ে যাবে। এরই সঙ্গে মঙ্গলের নিজের স্বগৃহে হওয়া রুচক রাজযোগের নির্মাণ করে। এরকম অবস্থায় গজকেশরী রাজযোগ ও শ্রীরামের কৃপায় ৫ রাশির দারুণ সময় শুরু হল। 

বৃষ রাশি
বৃষ রাশির জন্য মঙ্গলবারের দিনটি সৌভাগ্য নিয়ে এসেছে। কেরিয়ারে প্রগতি ও ব্যবসায় লাভ পাওয়ার যোগ রয়েছে। আর্থিক ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন এবং হঠাৎ করে কোনও উৎস থেকে আয় আসবে। বাবার সহযোগিতা ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ধার্মিক রুচি বাড়বে ও কোনও মনোস্কামনা পূরণ হওয়ার সুযোগ আসবে। বৈবাহিক জীবন সাধারণ থাকবে, তবে মনে প্রসন্ন ও ইতিবাচকতা বজায় থাকবে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই সময় ধৈর্য ও বুদ্ধির সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। কাজের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে। তবে আপনি আপনার কৌশল ও নেতৃত্বের ক্ষমতা দিয়ে তা নিজের পক্ষে করে নেবেনয চাকরিতে কর্মক্ষমতা বাড়বে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। যাঁরা গাডি কেনার কথা ভাবছেন বা ঋণ সংক্রান্ত কোনও কাজ আটকে রেখেছেন, তাঁরা সফলতা পাবেন। বিদেশের সঙ্গে যুক্ত কাজে লাভ মিলবে ও প্রেম জীবনে ভারসাম্য বজায় থাকবে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য বিবাহ পঞ্চমীর দিন শিক্ষা, প্রতিযোগিতা ও কেরিয়ারের উন্নতির জন্য শুভ হবে। পড়াশোনা ও রিসার্চের সঙ্গে যুক্ত মানুষদের জন্য বিশেষ সফলতা পাওয়ার যোগ রয়েছে। চাকরিতে বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা পাবেন ও আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন। ধার্মিক বা শুভ কাজে সামিল হওয়ার সুযোগ পাওয়া যাবে। রাজনীতি, প্রশাসনিক ক্ষেত্র ও সমাজ সেবার সঙ্গে যুক্ত মানুষদের মান-সম্মান প্রাপ্ত হবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য মঙ্গলবার থেকে কেরিয়ার ও জাগতিক মামলায় উন্নতি নিয়ে আসবে। চাকরি ও ব্যবসায় প্রগতি হবে ও নতুন সুযোগ পাবেন। বিনিয়োগ বা সম্পত্তি সংক্রান্ত কাজে লাভের যোগ রয়েছে। পারিবারিক সম্পর্ক মজবুত হবে ও দাম্পত্ জীবন সুখের হবে। সন্তানের পক্ষ থেকে শুভ খবর আসবে। বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন এবং মনোরঞ্জনের সঙ্গে যুক্ত কোনও বিষয়ে সময় কাটানোর সুযোগ আসবে। 

Advertisement

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুবই শুভ। কেরিয়ারে বড় কোনও সুযোগ আসতে পারে। চাকরি বদলের কথা চিন্তা করতে পারেন। নতুন ব্যবসা ও প্রজেক্টের সূচনা হতে পারে। শিক্ষাক্ষেত্রে উপলব্ধি ও সরকারি কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা অথবা বরিষ্ঠ মানুষদের সহযোগিতা পাবেন। ব্যবসায় অংশীদারিত্বে লাভ পাবেন এবং ধার্মিক ক্ষেত্রে রুচি বাড়বে।  


 

Read more!
Advertisement
Advertisement