
Weekly Horoscope 24 to 30 November 2025: নভেম্বরের শেষ সপ্তাহ। আর এই সপ্তাহেই বহু গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান বদলে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নতুন সপ্তাহে শনি মীন রাশিতে মার্গী অবস্থায় ফিরবেন। আবার ২৬ নভেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন। অন্যদিকে মঙ্গল ও সূর্যও একই ঘরে থাকবেন। এর ফলে লক্ষ্মী-নারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, সমসপ্তক যোগ, এমনকি রাজযোগেরও সম্ভাবনা রয়েছে। এদিকে রাহু-কেতুও নক্ষত্র পরিবর্তন করেছেন। ইতিমধ্যেই বুধ পৌঁছে গিয়েছেন তুলা রাশিতে। জ্যোতিষীদের মতে, এই সমস্ত পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির জাতকের কপালে সাফল্য, অর্থপ্রাপ্তি ও সম্পর্কে উন্নতির যোগ তৈরি হচ্ছে। আসুন, দেখে নেওয়া যাক আপনার নতুন সপ্তাহটা কেমন যাবে।
মেষ (Aries): নতুন সপ্তাহে উৎসাহ ও শক্তি বৃদ্ধি হবে। কাজের জায়গায় নতুন সুযোগ আসবে। তবে আর্থিক বিষয়ে সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। পরিবারের সঙ্গে সময় কাটলে মানসিক শান্তি পাবেন। ভ্রমণে লাভের সম্ভাবনা।
বৃষ (Taurus): মানসিক শান্তি বাড়বে। কর্মক্ষেত্রে স্থিরতা। অর্থভাগ্য সুদৃঢ়। প্রেমে মিষ্টি সময়। পরিবারে সম্মান পাবেন। হালকা শারীরিক সমস্যা থাকলেও বড় চিন্তা নেই।
মিথুন (Gemini): চ্যালেঞ্জিং সপ্তাহ। অফিসে চাপ বাড়বে। অর্থ সংক্রান্ত কাজ আটকে যেতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। ঘুম ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। নিজেকে পরীক্ষার মাধ্যমে প্রুফ করুন।
কর্কট (Cancer): আত্মবিশ্বাস বাড়বে। অফিসে পরিশ্রমের মূল্য পাবেন। পুরোনো সমস্যা মিটতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। প্রেমে মধুর সময় কাটবে। ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে।
সিংহ (Leo): ভাগ্য সুপ্রসন্ন। কাজের জায়গায় সাফল্য যোগ। বিনিয়োগে মুনাফার সম্ভাবনা। সামাজিক ক্ষেত্রে প্রতিপত্তি বাড়বে। প্রেমে রোমাঞ্চ। পরিবারে সুখের হাওয়া আসবে।
কন্যা (Virgo): দায়িত্ব বাড়বে। কিন্তু পরিশ্রমের ফল পেতে অনেকটা সময় লাগবে। খরচ বাড়ার যোগ। পেটের সমস্যা হতে পারে। রিচ খাবার এড়িয়ে চলুন। সম্পর্কের টানাপোড়েন হতে পারে। কৌশলে সামলান। নতুন কিছু শেখার জন্য সময় অনুকূল।
তুলা (Libra): সপ্তাহটা মিশ্র যাবে। আয় বাড়তে পারে। টিম ওয়ার্ক করুন। সাফল্য পাবেন। মানসিক চাপ ঝেড়ে ফেলুন। প্রেম-সম্পর্কে উচ্ছ্বাস। ভ্রমণে মন ভাল হবে।
বৃশ্চিক (Scorpio): শুক্র নতুন সপ্তাহে পারফেক্ট পজিশনে আছেন। আর সেই কারণেই আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। পরিবারের সঙ্গে বন্ডিং আরও স্ট্রং হবে।
ধনু (Sagittarius): সপ্তাহটা মিশ্র। বহু প্রচেষ্টা সত্ত্বেও কাঙ্ক্ষিত সাফল্য নাও মিলতে পারে। অর্থের বিষয়ে সংযমী হোন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়ান। পড়াশোনায় উন্নতির যোগ।
মকর (Capricorn): পরিশ্রম করেই সুফল নিশ্চিত। বড় বিনিয়োগ করলে ভবিষ্যৎ লাভ হবে। প্রেমে স্টেবিলিটি। পরিবারে নতুন পরিকল্পনা হতে পারে। ভ্রমণ করলে সুফল পাবেন।
কুম্ভ (Aquarius): নতুন সুযোগের হাতছানি। অর্থভাগ্য সন্তোষজনক। তবে দুশ্চিন্তা কমান। প্রেমে ভাল সময়। শিক্ষা ও সৃজনশীল কাজে সাফল্য।
মীন (Pisces): শনি আপনারই রাশিতে মার্গী। তাই সিদ্ধান্ত গ্রহণের সময় সতর্কতা প্রয়োজন। টাকাপয়সার বিষয়ে সাবধানে থাকুন। পরিবারে শান্তি রাখার চেষ্টা করুন। যতটা সম্ভব কম কথা বলুন ও হাসিমুখে থাকুন। মানসিক চাপ কমান। চাইলে একা একা কোনও শর্ট ট্যুর করতে পারেন। এতে শুভ ফল পাবেন।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।