Advertisement

Zodiac: কার সঙ্গে বন্ধুত্ব আর কে অকারণে শত্রু? জানুন কী বলছে আপনার রাশি

সবার সঙ্গে ভাল বন্ধুত্ব হয় না। আবার চাইলেও কারও সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা যায় না। রাশি অনুযায়ী জানুন আপনার বন্ধু বা শত্রু কে?

রাশিফল। রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2022,
  • अपडेटेड 1:24 PM IST
  • সবার সঙ্গে বন্ধুত্ব হয় না।
  • আবার অনেকের সঙ্গে না চাইলেও শত্রুতা হয়।
  • রাশি অনুযায়ী দেখুন কারা বন্ধু বা শত্রু?

সব রাশির সঙ্গে অন্য রাশির জাতক-জাতিকাদের মতের বা মনের মিল হয় না। অনেক সময় দেখা যায়, কারও সঙ্গে কোনও কারণ ছাড়াই ঝামেলা হয়। আসলে বন্ধুত্ব ও শত্রুতা অনেকাংশে নির্ভর করে ব্যক্তির রাশির উপরে। 

মেষ- মেষ রাশির জাতকজাতিকাদের জন্য সিংহ, ধনু ও তুলা রাশির ভাল বন্ধু। মিথুন ও কন্যা রাশির সঙ্গে শত্রুতা থাকে।

বৃষ- বৃষ রাশির সঙ্গে কন্যা, মকর ও কুম্ভ রাশির মিত্রতা হয়। ধনু আর বৃশ্চিক রাশি শত্রু।

আরও পড়ুন

মিথুন- বন্ধুত্ব ভাল হয় কন্যা, তুলা ও কুম্ভ রাশির সঙ্গে। মেষ, কর্কট ও বৃশ্চিক রাশির সঙ্গে বনিবনা হয় না। 

কর্কট- তুলা, বৃশ্চিক, মীন এবং কুম্ভ রাশি বন্ধু। শত্রুতা হয় সিংহ, মিথুন এবং কন্যা রাশির সঙ্গে। 

সিংহ- মেষ, বৃশ্চিক এবং ধনুর সঙ্গে ভাল সম্পর্ক থাকে সিংহ রাশির জাতক-জাতিকাদের। তুলা এবং মকরের সঙ্গে সংঘাত বাধে। 

কন্যা- বৃষ, কুম্ভ ও মকর রাশির সঙ্গে মনের মিল হয়। তবে ধনু, মেষ ও কর্কট রাশির সঙ্গে কোনওভাবে মত মেলে না। 

তুলা- মিথুন, কর্কট ও কুম্ভ রাশি বন্ধু হয়। ধনু ও মীন রাশির সঙ্গে খাপ খাওয়াতে পারেন না তুলা রাশির জাতক-জাতিকারা। 

বৃশ্চিক- সিংহ, কর্কট ও মীন রাশির সঙ্গে ঘনিষ্ঠতা থাকে। কিন্তু মকর, মিথুন ও কন্যার সঙ্গে সম্পর্ক টেকে না। মতের অমিল দেখা দেয়।

ধনু- মেষ, সিংহ ও মীন রাশির সঙ্গে গলায় গলায় ভাব দেখা যায়। বৃষ ও তুলা রাশির সঙ্গে সংঘাত তৈরি হয়। 

মকর- বৃষ, কন্যা ও কুম্ভ রাশির সঙ্গে ভাল বন্ধুত্ব হয় মকর রাশির। তবে সিংহ, বৃশ্চিক ও মীন রাশির সঙ্গে সম্পর্ক খারাপ হয়। 

কুম্ভ- মিথুন, বৃষ ও কুম্ভ রাশির সঙ্গে সুসম্পর্ক থাকে। সিংহ, ধনু আর মীন রাশির সঙ্গে বনিবনা হয় না। 

মীন- কর্কট, ধনু ও বৃশ্চিক রাশি বন্ধু হন। বৃষ, তুলা এবং কুম্ভ রাশির সঙ্গে মন কোনওভাবেই মেলে না। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement