রাশির উপর নির্ভর করে যে কোনও ব্যক্তির প্রকৃতি। এমন অনেক মানুষ আছেন যাঁরা প্রচণ্ড ধৈর্যশীল। তাঁরা বিপদে-আপদে কখনও বিচলিত হন না। যে কোনও পরিস্থিতির মোকাবিলা শান্তভাবে করেন। জ্যোতিষশাস্ত্রের সাহায্যে এই ধরনের ব্যক্তিত্বকে সঠিকভাবে সনাক্ত করা যায়। সেই সব রাশির কথা তুলে ধরা হল-
বৃষ রাশি- এই রাশির জাতক-জাতিকারা ধৈর্য প্রচুর। কঠোর পরিশ্রম করে ফল না পেলেও হতাশ হন না, বরং সঠিক সময়ের অপেক্ষা করেন। তাৎক্ষণিক ফল তাঁদের প্রভাবিত করে না। অনেক সময় তাঁরা অন্যদের কাজ করে দেন, কারণ তাঁরা মনে করেন দেরিতে কাজ করলেই ভাল ফল মিলবে।
কর্কট রাশি- এই রাশির জাতক-জাতিকারা খুবই সংবেদনশীল এবং আবেগপ্রবণ হন। তাঁরা ধৈর্য ধরে থাকেন। প্রিয়জনদের জন্য যে কোনও সীমা পার করতে পারেন। তাঁরা ধৈর্য্য ঘরে অপেক্ষা করেন। সেজন্য কঠিন কাজও সম্পন্ন করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
কন্যা রাশি- যে কাজের জন্য সবসময় তৈরি থাকেন। তাঁরা ধৈর্যশীল হন। অত্যন্ত দয়ালু প্রকৃতির। মানুষকে সাহায্য করেন। এই রাশির ধৈর্য সত্যিই প্রশংসনীয়। সবাই তাঁদের চাওয়া-পাওয়া অনেক সময় বুঝতে পারে না, তা সত্ত্বেও তাঁরা বিরক্ত হন না। ভুলভ্রান্তি হলেও কারও উপর রেগে যান না, বরং সেই সব বাধা কাটিয়ে সাফল্য আনতে বিশ্বাসী কন্যা রাশির জাতক-জাতিকারা।
বৃশ্চিক রাশি-এই রাশির জাতক-জাতিকারা প্রচণ্ড ধৈর্যশীল হন। কোনও কাজে বাধা আসলে তাঁরা থেমে যান। বা কোনও কঠিন কাজ হলেও তাঁরা তাড়াহুড়ো করেন না। বরং সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। এই অপেক্ষাই তাঁদের সাফল্য এনে দেয়।
কুম্ভ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের আচরণ সহজে অন্যরা বুঝতে পারেন না। তাঁরা অত্যন্ত ধৈর্য ধরে থাকেন। স্রোতের বিপরীত হেঁটে কঠিন চ্যালেঞ্জ নিতে পঠন্দ করেন। কারও কাজে হস্তক্ষেপ করেন না। নিজের কাজে সাফল্য না আসলেও হতাশ হয়ে পড়েন না। বরং ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেন তাঁরা। শান্ত মাথায় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি সামলাতে পারেন।
আরও পড়ুন- এই ৪ রাশি একেবারেই ভাল ভাই-বোন নয়, দুর্দান্ত হন তুলা-সহ ৪ রাশির জাতক