Advertisement

স্পেশাল

উষ্ণতম বছর ২০২১, ১৯০১ সালের পর থেকে ভারতে পঞ্চম

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2022,
  • Updated 11:52 PM IST
  • 1/8

গত ১৪১ বছরের ইতিহাসে ২০২১ সাল গোটা বিশ্বেই ছিল ষষ্ঠ উষ্ণতম বছর। এমন তথ্যই দিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)। 

  • 2/8

ভারতের মৌসম ভবন জানিয়েছে, সেই ১৯০১ সাল থেকে গত ১২০ বছরে ২০২১ সাল ভারতে পঞ্চম উষ্ণতম বছর।

  • 3/8

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার সঙ্কেত মিলছে। দু'টি মার্কিন সংস্থা নাসা, নোয়া জানিয়েছে, উষ্ণায়নের  সঙ্গে সঙ্গে ভারত, আমেরিকা, ইউরোপ-সহ গোটা বিশ্বেই এক দশক ধরে বাড়ছে উষ্ণতা। ছ'টি বিভিন্ন ধরনের হিসাব পদ্ধতি অনুযায়ী উষ্ণতম বছর ২০১৬ ও ২০২০ সালের চেয়ে খুব একটা পিছিয়ে নেই। 

  • 4/8

 নোয়ার তথ্য বলছে,২০২১ সালে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস বা সাড়ে ৫৮ ডিগ্রি ফারেনহাইট।
  

  • 5/8

নাসা জানিয়েছে, ১৮০০ সালের পর থেকে ২০২১ সাল ষষ্ঠ উষ্ণতম বছর। ২০১৮ সালের সঙ্গে একসারিতে রয়েছে। নোয়ার অবশ্য দাবি, উষ্ণতার নিরিখে ষষ্ঠ স্থান পেয়েছে কেবল ২০২১ সালই।

  • 6/8

বিজ্ঞানীদের বক্তব্য,লা নিনা-র শীতল প্রভাবে দুনিয়ায় আবহাওয়া পরিবর্তন হয়েছে। ২০১৬ সাল থেকে এটা শুরু হয়েছিল। আগামী বছরেও উষ্ণতম বছর দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছেন গবেষকরা। 

  • 7/8

নাসার আবহাওয়া বিজ্ঞানী গ্যাভিন স্মিডের কথায়,''যতদিন না মানুষ বাতাসে কার্বন ডাইঅক্সাইড কমাতে পারছে ততদিন উষ্ণতা বাড়তেই থাকবে। ১৪০ বছরের ইতিহাসে গত ১০ বছরে গড়ে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।''

  • 8/8

নোয়া-র জলবায়ু বিশেষজ্ঞ রাসেল হোস বলেন,''৯৯ শতাংশ সম্ভাবনা রয়েছে ২০২০ সালও উষ্ণতম বছরের তালিকায় দশের মধ্যেই থাকবে। আর উষ্ণতম বছর হয়ে ওঠার সম্ভাবনা ১০ শতাংশ।'' 

Advertisement
Advertisement