Advertisement

স্পেশাল

ভার্চুয়াল ভাইফোঁটার উপহার অনলাইনে, রীতি বদলাল করোনায়

Aajtak Bangla
  • 16 Nov 2020,
  • Updated 3:50 PM IST
  • 1/5

 
করোনার জেরে রীতি-রেওয়াজে এসেছে বদল। মাস্ক পরে ভাইফোঁটা দেওয়ার ছবি অবশ্য এই নিউ নর্মাল জীবনে নতুন নয়। কিন্তু ফোনে ফোঁটা? করোনার জেরে আজকে কাছে থেকে দূরে রয়েছে অনেক ভাইবোনেরা। সেই আবহে তাই ফোনেই ফোঁটা সারলেন বোনেরা।
 

  • 2/5

বেনজির তবে এভাবেই ভার্চুয়ালি ফোঁটার আয়োজন হয়েছে বহু জায়গায়। কর্মসূত্রে থাকা অনেক ভাই বোনের কাছে পৌঁছাতে পারেনি অতএব মোবাইলেই ভাইয়ের শুভকামনা চেয়ে ফোঁটা দিলেন দিদি-বোনেরা।
 

  • 3/5

পূর্ব বর্ধমানের দাঁইহাটের কাসারি বাড়িতে দেখা গেল এমনই ছবি। মোবাইলের ওপার থেকে ভাইয়েদের মঙ্গল চেয়ে বোনেদের মুখে উচ্চারিত হলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়লো কাঁটা। 
 

  • 4/5

আয়োজন বিশাল। কিন্তু তার পুরোটাই ভার্চুয়ালি। করোনার কারণেই যে এমন সিদ্ধান্ত তা বলাই বাহুল্য। এমনকী উপহারের আদান প্রদানও অনলাইনেই সেরেছেন তাঁরা। অনলাইনে জিনিস বুক করে ভাই পাঠিয়ে দিয়েছে বোনের বাড়ি। তেমনই বোনও অনলাইনে জিনিস অর্ডার করে দিয়েছে ভাইদের ঠিকানায়। 

  • 5/5

করোনা আবহে ভাইদের সুরক্ষিত রাখতে তাই এমনই ভাইফোঁটার আয়োজন। যমের দুয়ারে কাঁটা দিতে এর চেয়ে ভাল কামনা আর কি তা থাকতে পারে!

Advertisement
Advertisement