Advertisement

স্পেশাল

গুপ্তধন! মাটি খুঁড়তেই সোনা-রুপোর মোহর, চোখ কপালে UP-র কৃষকের

Aajtak Bangla
Aajtak Bangla
  • 18 Nov 2020,
  • Updated 1:34 PM IST
  • 1/5

উত্তরপ্রদেশের শামলি জেলার এক কৃষকের জমিতে মাটি কাটার সময় উঠে আসল এক ট্রলি সোনা ও রুপোর মোহর। মনে করা হচ্ছে এই মুদ্রা অতি প্রাচীন যুগের। ট্র্যাক্টর দিয়ে মাটি কাটার সময় এই মোহর দেখতে পায় গ্রামবাসীরা।

  • 2/5

মাঠের মধ্যে আচমকা এই মোহর  পাওয়ার সম্পর্কে খবর দেওয়া মাত্রই বিপুল সংখ্যক লোক জড়ো হতে থাকে। অন্যদিকে, পুলিশও সেখানে পৌঁছয়, কিন্তু গ্রামবাসীরা মোহরের খবর দিতে রাজি হয়নি।

  • 3/5

কেউ রাজি হয়নি এই মোহর ছুঁয়ে দেখতে। তবে এর মধ্যে থেকে তিনটি মোহর মিডিয়ায় প্রকাশিত হয়। যেখানে দুটি সোনার এবং একটি রুপোর মুদ্রা। রূপোর মুদ্রায় মহম্মদের নাম লেখা রয়েছে আরবি ভাষায়।

  • 4/5

এই জমির মালিক ওম সিং বলেন যে কয়েকটি মোহর পাওয়া গিয়েছে। কত কী পরিমাণ, কত সোনা সে বিষয়ে তাঁরা  জানেন না। গ্রামের প্রধান রাজ কুমার জানিয়েছেন, তথ্য পাওয়া গিয়েছে তবে তিনি মুদ্রাগুলি দেখেননি।

  • 5/5

অন্যান্য সোনার মুদ্রায় কী লেখা আছে তা পড়া যাচ্ছে না কারণ তা অতি প্রাচীন। এডিএম অরবিন্দ সিং জানান এখনও খনন করা হলেও আর কোনও মোহর পাওয়া যায়নি। যদিও তদন্ত করা হচ্ছে। এই মোহরের সম্পর্কে জানতে প্রত্নতত্ত্ববিদদের সাহায্য নেওয়া হবে।
 

Advertisement
Advertisement