Advertisement

স্পেশাল

Hooghly Imambara : খসে পড়ছে পলেস্তারা, বেহাল দশা হুগলি ইমামবাড়ার

ভোলানাথ সাহা
  • হুগলি,
  • 02 Nov 2021,
  • Updated 2:41 AM IST
  • 1/6

রাজ্য হেরিটেজ কমিশনের আওতাভুক্ত হলেও সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে হুগলির ঐতিহাসিক ইমামবাড়ার (Hooghly Imambara) আজ বেহাল দশা। জেলাশাসকের বাংলো লাগোয়া ইমামবাড়া ভবনের পলেস্তারা খসে পড়ছে। 

  • 2/6

দোতলার কিছু অংশ বিপজ্জনক হওয়ায় বসবাস বন্ধ রয়েছে বহুদিন। দোতালার একটি অংশের ছাদও উধাও হয়ে গিয়েছে। এবার সেই বিপজ্জনক অংশ থেকে যখন তখন ইট খসে পড়ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

  • 3/6

যদিও রক্ষণাবেক্ষণের কাজ কিন্তু অব্যাহত রয়েছে ইমামবাড়ায়। তবে সেই কাজ গতিহীন। ফলে একদিক গড়ছে তো অন্যদিক ভাঙছে। বছর দুয়েক আগে ইমামবাড়ার চূড়ার অংশে সাদা রং চেপেছে। কিন্তু রোদ-জলে সেই রং বর্তমানে কালো হতে বসেছে। এছাড়া ভবনের নিচের অংশেও রঙের প্রলেপ পড়েনি।

  • 4/6

স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনাহীন ভাবে কাজ হওয়ায় দানবীর হাজি মহম্মদ মহসিনের (Muhammad Mohsin) উদ্যোগে তৈরী ঐতিহাসিক ইমামবাড়া ক্রমশ ধ্বংসের পথে এগিয়ে চলেছে।

  • 5/6

স্থানীয়দের কেউ কেউ তাই ইমামবাড়া রক্ষার্থে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন। 

  • 6/6

এই বিষয়ে হুগলি-চুঁচুড়া পৌরসভার উপ-পুরপ্রশাসক অমিত রায় বলেন, 'ইমামবাড়ার ক্ষতিগ্রস্ত অংশের কথা শুনেছি। অবিলম্বে হেরিটেজ দফতরকে বিষয়টা জানাচ্ছি।'

Advertisement
Advertisement