শুনে অবাক হবেন কিন্তু এটাই সত্যি নরওয়ের (Norway) একটি শহর রয়েছে যার নাম লংইয়ার্বেন (Longyearbyen)। যেখানে আপনি মরতে পারবেন না। মানে মরে যেতে একেবারে বারণ রয়েছে (Death Is Prohibited)।
কেমন আজব কথা? শুনে তাজ্জব হচ্ছেন তো! কিন্তু তাজ্জব হওয়ার কোনও বিষয় নয়, এটি সর্বৈব সত্যি। এর পিছনে অবশ্য রয়েছে একটা গূঢ় কারণ।
নরওয়ের এই শহরের বাসিন্দারা সংখ্যা ২০০০ এর কাছাকাছি এবং এখানে একটাই কবর স্থান (Grave) রয়েছে। যাতে লোকেদের কবর দেওয়া হয় না। ঘুরিয়ে বলতে গেলে কবর দেওয়া মানা।
শুধু এটাই নয়, এখানে শেষ মৃতদেহটি কবর দেওয়া হয়েছিল ৭০ বছর(70 Years Back) আগে। তারপর এখানে কাউকে কবর দেওয়া হয়নি। আর হয় না। কিন্তু কেন?
এর কারণ এখানকার আবহাওয়া। এখানে কবর দিলে কবরের লাশ মাটির সঙ্গে মিশে রিগর মর্টিস (Rigor Mortis) হয় না। পচে না। ফলে বিপাকে পড়তে হয় এলাকাবাসীকে।
১৯৫০ সালে লোকেরা বুঝতে পারেন, যেখানে মৃত শরীর কবর দিলেও কোনও কবরেই প্রায় মৃতদেহ পচে যায়নি। সব যেমন ছিল তেমনই রয়েছে ।কারণ এখানকার তাপমাত্রা মাইনাসে ঘোরাঘুরি করে সারা বছরই।
এই কারণে এখানে লোকেদের মরার পরে কবর দেওয়া বারণ। যখন কেউ খুব অসুস্থ হয়ে পড়েন, যার বাঁচার উপায় থাকে না, তখন তাঁকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে মারা গেলে তাঁকে সেখানে কবর দেওয়া হয়।