Advertisement

স্পেশাল

Vande Mataram 150 years: 'বন্দে মাতরম' লিখেছিলেন বঙ্কিম, সুর কে দিয়েছিলেন? গায়ে কাঁটা দেওয়া অজানা সব তথ্য রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • 07 Nov 2025,
  • Updated 11:42 AM IST
  • 1/10

‘বন্দে মাতরম্
সুজলাং সুফলাং
মলয়জশীতলাং
শস্যশ্যামলাং
মাতরম্৷৷'
এই গানের সঙ্গে ভারতবাসীর নাড়ির যোগ। এটি দেশের জাতীয় গীত। আজ সেই গানের ১৫০ বছর। আর সেই দিনটা উদযাপন হচ্ছে গোটা দেশে।

  • 2/10

সকাল সকালই এই গানটি গেয়ে শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই গানের গুরুত্ব সম্পর্কেও বিশদে আলোচনা করেছেন।

  • 3/10

আর এই গানটার সঙ্গেও রয়েছে বাংলা যোগ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দে মাতরম’ গানটির স্রষ্টা। তিনি তাঁর বিখ্যাত উপন্যাস 'আনন্দমঠ'-এ গানটি ব্যবহার করেছিলেন। 
 

  • 4/10

৭ নভেম্বর ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি রচনা করেছিলেন বলে জানা যায়। অবশ্য সেই গানের ব্যবহার হয়েছিল ১৮৮২ সালে প্রকাশিত আনন্দমঠ উপন্যাসে।

  • 5/10

এই গানটির সুর দেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিই ১৮৯৬ সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে গানটি নিজের গলায় গেয়েছিলেন। 

  • 6/10

ও দিকে তামিলনাড়ুতে সুব্রহ্মনিয়াম ভারতী এর তামিল অনুবাদ করেন। শুধু তাই নয়, পাঞ্জাবেও এই গান শোনা যায় বিপ্লবীদের কণ্ঠে।

  • 7/10

অবশ্য বলা হয়, রবীন্দ্রনাথের ভাগ্নি সরলা দেবীই 'বন্দে মাতরম'-কে রাজনৈতিক স্লোগান হিসাবে ব্যবহার করেন।

  • 8/10

এই গানটা ক্রমেই ভারতীয় স্বাধীনতা প্রেমীদের মনের গান হয়ে ওঠে। জাতীয় কংগ্রেসে নিয়মিত গাওয়া হয় এই গান। বিপ্লবীরা এই গান শুনেই অনুপ্রাণিত হতে বলেই মনে করেন ইতিহাসবিদরা।। 

  • 9/10

শোনা যায়, এই গানের অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন অথর্ব বেদ থেকে। সেখানেই ধরিত্রীকে মাতা হিসাবে বর্ণনা করা হয়। 

  • 10/10

বঙ্কিমচন্দ্র বিশ্বাস করতেন 'বন্দে মাতরম' গানটি গোটা দেশের মানুষের মনে দাগ কাটবে। আর সেটাই হয়েছে। এখনও দেশের মানুষ সমাবেতভাবে এই গানটি করছেন। আজ সেই গানের ১৫০ বছর। 

Advertisement
Advertisement