Advertisement

স্পেশাল

Rabindranath and Indira Gandhi: ইন্দিরার নাম কেন প্রিয়দর্শিনী রেখেছিলেন রবীন্দ্রনাথ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2022,
  • Updated 4:39 PM IST
  • 1/8

ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বাংলার শান্তিনিকেতনের একটি আন্তরিক ও আত্মিক যোগ রয়েছে। 

  • 2/8

১৯৩৪ সালের জুলাই মাসে গুরুদেবের শান্তিনিকেতনে ম্যাট্রিকুলেশনের গণ্ডী পেরিয়ে পড়তে এসেছিলেন ইন্দিরা। যদিও, কবির প্রতিষ্ঠানে মাত্র বছরখানেক ছাত্রী হিসেবে স্থায়ী হয়েছিলেন তিনি। ভালোই বাংলা বলতে শিখেছিলেন তিনি।
 

  • 3/8

১৯৫০ থেকে ১৯৬৪ পর্যন্ত বাবা জওহরলাল নেহরুর সঙ্গে ও পরবর্তীতে দীর্ঘদিন আচার্য থাকাকালীন প্রায় প্রতি বছরই ইন্দিরা গান্ধী পৌষ–মাঘ মাসে শান্তিনিকেতনে আসতেন।
 

  • 4/8

জওহরলাল অবগত ছিলেন বিশ্বভারতীর শিক্ষা পদ্ধতি নিয়ে। জওহরলাল নেহরুর আস্থা ছিল কবির শিক্ষা দর্শনে। ১৯৩৪ সালের জানুয়ারিতে নেহরু দম্পতি শান্তিনিকেতনে এসে বিশ্বভারতীতে ইন্দিরাকে ভর্তির বিষয়ে রবীন্দ্রনাথের কাছে অনুরোধ জানান।
 

  • 5/8

এর পর ১৯৩৪ সালের জুলাই নাগাদ ১৭ বছরের ইন্দিরা বম্বে থেকে ম্যাট্রিক পাশ করে বিশ্বভারতীতে আইএ পড়তে আসেন। ছাত্রীনিবাস শ্রীসদনে তাঁর জায়গা হয়।
 

  • 6/8

ইন্দিরা গান্ধী শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার পর রবীন্দ্রনাথ লেখেন, শান্তিনিকেতনের সম্পদ ইন্দিরা, তাঁকে নিয়ে অনেক সম্ভাবনা দেখতে পেয়েছিলেন কবিগুরু। 
 

  • 7/8

শিল্পাচার্য নন্দলাল বসু ছিলেন ইন্দিরা গান্ধীর মাষ্টারমশাই ও অভিভাবক। রবীন্দ্রনাথ তাঁর নাম রেখেছিলেন প্রিয়দর্শিনী। জীবনের শেষ দিন পর্যন্ত গুরুদেবের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের সঙ্গে ছিল তাঁর নিরবচ্ছিন্ন সম্পর্ক।
 

  • 8/8

রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপচারিতার সময় রবীন্দ্রনাথই তাঁর নাম ‘প্রিয়দর্শনী’। সংস্কৃততে এর অর্থ দয়াপূর্ণ দৃষ্টিতে সব কিছু দেখা। ইন্দিরা পরিচিত হন ‘ইন্দিরা প্রিয়দর্শিনী নেহেরু’ নামে।
 

Advertisement
Advertisement