সম্প্রতি পর পর বেশ কয়েক দিন ধরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে বিকেলে (Thunder Storm)। বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের (Lightning) সাক্ষীও থাকছেন অনেকে। গত কয়েক দিনে বজ্রপাতে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। এই প্রাকৃতিক বিপর্যয়ের কোনও জবাব মানুষের কাছে থাকে না। শুধুমাত্র সতর্কতা নেওয়া ছাড়া অন্য কোনও রাস্তা নেই। তবে এই সতর্কতাগুলি অবলম্বন করলে বজ্রপাতে মৃত্যুর সম্ভাবনা এড়াতে পারবেন। দেখে নিন কী ভাবে বাঁছতে পারেন বজ্রপাতের হাত থেকে।
পাকা বাড়িতে আশ্রয় নিন
ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনও অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না। সবচেয়ে ভালো হয় কোনও একটি পাকা বাড়িতে নীচে আশ্রয় নিতে পারলে।
উঁচু গাছপালা ও বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকুন
কোথাও বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এ সব স্থানের আশপাশে থাকবেন না। খোলা স্থানে বিচ্ছিন্ন একটি যাত্রী ছাউনি, তালগাছ বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে।
গাড়ির ভেতর থাকলে...
বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। গাড়ির ভেতরের ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন। গাড়ির কাচেও হাত দেবেন না।
খোলা ও উঁচু জায়গা থেকে সাবধান
এমন কোনও স্থানে যাবেন না, যেখানে আপনিই সবচেয়ে উঁচু জায়গায় রয়েছেন। বজ্রপাতের সময় ধানক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে যান। বাড়ির ছাদ কিংবা উঁচু কোনও স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যান।
ধাতব বস্তু স্পর্শ করবেন না
বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। এমনকী ল্যান্ড লাইন টেলিফোনও স্পর্শ করবেন না। বজ্রপাতের সময় এগুলো স্পর্শ করেও বহু মানুষ আহত হন।
বিদ্যুৎচালিত যন্ত্র থেকে সাবধান
বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও স্পর্শ করবেন না। বজ্রপাতের আভাস পেলে আগেই প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন। অব্যবহৃত যন্ত্রপাতির প্লাগ আগেই খুলে রাখুন।
নিচু হয়ে বসুন
যদি বজ্রপাত হওয়ার উপক্রম হয় তাহলে কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসুন। চোখ বন্ধ রাখুন। কিন্তু মাটিয়ে শুয়ে পড়বেন না। মাটিতে শুয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা বাড়বে।
জল থেকে দূরে থাকুন
বজ্রপাতের সময় আপনি যদি ছোট কোনও পুকুরে সাঁতার কাটেন বা জলাবদ্ধ স্থানে থাকেন তাহলে সেখান থেকে উঠে পড়ুন। জল খুব ভালো বিদ্যুৎ পরিবাহী।
জানালা থেকে দূরে থাকুন
বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন।