Advertisement

স্পেশাল

জেগে উঠল সমুদ্রের দৈত্য, পরমাণু বোমার মতো সশব্দ বিস্ফোরণ, ধরা পড়ল উপগ্রহে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jan 2022,
  • Updated 10:06 PM IST
  • 1/12

নিউজিল্যান্ডের কাছে জেগে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গহ্বরের আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ছবি ধরা পড়ল মহাকাশ থেকেও। টোঙ্গা আগ্নেয়গিরির লাভা উদগীরনের শব্দ শোনা গিয়েছে ২৩০০ কিলোমিটার দূরেও। অর্থাৎ দিল্লি থেকে চেন্নাইয়ের যা দূরত্ব। সমুদ্রের ঢেউ ৪ ফুট পর্যন্ত উঁচুতে উঠেছে। তাতে ভোগান্তি হয়েছে আশপাশের মানুষের।  

  • 2/12

 টোঙ্গা-হুঙ্গা হাপাই আগ্নেয়গিরির লাভা উদগীরণে ২২ কিলোমিটার উচ্চতায় পৌঁছে গিয়েছিল ধোঁয়া। বিস্ফোরণের পর মাশরুম আকৃতির ধোঁয়া উঠেছে। পরমাণু বিস্ফোরণের মতো ধোঁয়ার ছবি ধরা পড়েছে উপগ্রহের ক্যামেরায়। ৪ ফুট উচ্চতায় উঠে গিয়েছিল সমুদ্রের জল। তরঙ্গের দাপট পৌঁছেছিল ২৫০ কিলোমিটার পর্যন্ত।    

  • 3/12

স্মিথসোনিয়ান গ্লোগাল ভলক্যানিসম প্রোগ্রামের(smithsonian global volcanism) বিশেষজ্ঞ জেননি ক্রিপনরের দাবি, সমুদ্রপৃষ্ঠের নীচে থাকা আগ্নেয়গিরিগুলির মতিগতি বোঝা দুষ্কর। ফলে ভবিষ্যদ্বাণী করা মুশকিল।

  • 4/12

গবেষকরা জানাচ্ছেন, এটা ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত। শুধু স্থল বা জলেই প্রভাব পড়েনি। গোটা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া। 

  • 5/12

মার্কিন মৌসম বিজ্ঞানীরা বজ্রপাত গুনেছেন। তাদের পর্যবেক্ষণ, অন্যান্য দিনেক চেয়ে আগ্নেয়গিরির আশেপাশে ৩০ হাজার বজ্রপাত বেশি হয়েছে। লাভা উদগীরণের পর ৩ ঘণ্টায় ৪ লক্ষের বেশি বাজ পড়েছে। যা পড়ে কমে হয়েছে প্রতি সেকেন্ডে ১০০ বজ্রপাত। প্রতি ঘণ্টায় ৮ হাজার বার বজ্রপাত হচ্ছিল। 
 

  • 6/12

টোঙ্গা-হুঙ্গা হাপাই আগ্নেগিরি টোঙ্গা দ্বীপের ঠিক কাছেই। ক্ষতিগ্রস্ত হয়েছেন দ্বীপরাষ্ট্রের ১ কোটি মানুষ। আগ্নেয়গিরির বিস্ফোরণের ছবি দেখা গিয়েছে মার্কিন উপগ্রহে।     

  • 7/12

টোঙ্গা ১৭০টি দ্বীপের মিলিত একটি দেশ। আগ্নেয়গিরির বিস্ফোরণের জেরে টোঙ্গার রাজধানী নুকুআলোফায় ৪ ফুট পর্যন্ত উচ্চতায় উঠেছিল সমুদ্রের জলস্তর। সেখান থেকে আগ্নেয়গিরি ৬৫ কিলোমিটার দূরে। 

  • 8/12

টোঙ্গায় রিখটার স্কেলে ৭.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। সুনামির জেরে বিপর্যস্ত হয়েছে দ্বীপপুঞ্জ। বিদ্যুৎ এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

  • 9/12

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে যায় টোঙ্গার আকাশ। উপকূলবর্তী এলাকার জলমগ্ন। আকাশ ভরে গিয়েছে ধোঁয়ায়। ইন্টারনেট, টেলিফোন সংযোগ সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 

  • 10/12

২০০২ সালের ১৫ জানুয়ারির আগে ১৩ জানুয়ারি বিস্ফোরণ হয়েছিল টোঙ্গা আগ্নেয়গিরিতে। বায়ুমণ্ডলে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।  

  • 11/12

সুনামি আসার আগে টোঙ্গাবাসীকে সাবধান করেছিল প্রশাসন। ফলে প্রাণহানি এড়ানো গিয়েছে। ২৬০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে আগ্নেয়গিরির ছাঁই। গত এক দশকে এমন ভয়ঙ্কর বিস্ফোরণ দেখা যায়নি বলে দাবি বিশেষজ্ঞদের। 

  • 12/12

ওসিয়ানিয়ার অন্তর্ভুক্ত এই দ্বীপরাষ্ট্র। পড়শি দেশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন জানিয়েছেন, টোঙ্গার মানুষদের খাবার সামগ্রী, ওষুধ, পানীয় জল পাঠানো হয়েছে। টোঙ্গার জলে মিশে গিয়েছে আগ্নেয়গিরির কালো পাথর, ধুলিকণা। 
 

Advertisement
Advertisement