বিশ্বের অন্যতম বিরল প্রাণী উলভেরিন প্রথমবারের মতো আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে হাজির হল। সেই দৃশ্য বন্দি হয়েছে ক্যামেরায়। এটিকে পার্কের ম্যামথ হট স্প্রিংস এলাকায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। জীববিজ্ঞানীরা বিশ্বাস করেন যে দেখে মনে হয় যে এই জাতীয় দুর্লভ প্রাণী এখন ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে ফিরে আসবে।
ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত ম্যামথ হট স্প্রিংস ওয়াইমিং এবং সান ইদাহোর মধ্যে রয়েছে। এই উলভেরিন কিন্তু মাংসাশী জীব। এটি সাধারণত আলাপাইন জঙ্গলে বাস করে থাকে।
এরা কখনই একসঙ্গে অনেকে মিলে থাকে না। এদের পরিবারের বেশির ভাগই আলাদা আলাদা বিচরণ করে থাকে। তাই খুব একটা দেখা যায় না। কিন্তু ইয়েলোস্টোনে যখন দেখা গেল তখনই ছড়ায় চাঞ্চল্য।
২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সাতটি উলভেরিনকে ইয়েলোস্টোনের আশেপাশে দেখা গিয়েছিল। কিন্তু এর পর আর দেখা যায়নি।
তবে সম্প্রতি একটি ক্যামেরায় উলভেরিনের ছবি দেখতে পাওয়া গেছে। রাতের বেলা তৈরি এই ফুটেজে সাদা রঙের বরফের চারপাশে বনের মাঝে একটি কালো রঙের উলভেরিনকে নড়াচড়া করতে দেখা যায়।
শীতে খাবারের সন্ধান করা কিছুটা কঠিন,তাই বাইরে চলে আসে প্রাণীটি। এদের প্রজননের হারও খুব কম। ২০৫০ সালের মধ্যে এদের পৃথিবীতে থাকার সম্ভাবনা খুব কম। এছাড়াও চোরাশিকারীদের উৎপাতও লেগেই থাকে।
বেশিরভাগ ক্ষেত্রে দক্ষিণ রকি পর্বতমালা, সিয়েরা নেভাডা রেঞ্জ এবং গ্রেটার ইয়েলোস্টোন এবং এর আশেপাশে দেখা যায় উলভেরিনদের।
গত বছরের আগস্টে, ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কে ওলভেরিনের একটি পুরো পরিবার হাজির হয়েছিল। ১০০ বছরের ইতিহাসে এটিই প্রথম। এর পর ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে এই উলভেরিন ক্যামেরা ধরা পড়ে।