Advertisement

15 August 1947 Newspaper : ১৯৪৭ সালের ১৫ অগাস্ট খবরের কাগজগুলির হেডলাইন কী ছিল? পড়ে ফেলুন

১৯৪৭ সালের ১৫ অগাস্ট, আজকের দিনেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল ভারত। ২০০ বছরের লড়াইয়ের পর স্বাধীনতার স্বাদ পান ভারতীয়রা। খুব স্বাভাবিকভাবেই সেইদিনের প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতার শিরোনামেই (15 August 1947 Newspaper) ছিল এই খবর।

১৯৪৭ সালের ১৫ অগাস্টের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Aug 2022,
  • अपडेटेड 2:40 PM IST
  • দেশ স্বাধীনের ৭৫ বর্ষ
  • গোটা দেশ জুড়ে উদযাপন
  • দেখুন স্বাধীনতার দিনের সংবাদপত্রের শিরোনামগুলি

স্বাধীনতার ৭৫ বর্ষ। সারা দেশ মেতে উঠেছে স্বাধীনতা দিবস উদযাপনে। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট, আজকের দিনেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল ভারত। ২০০ বছরের লড়াইয়ের পর স্বাধীনতার স্বাদ পান ভারতীয়রা। খুব স্বাভাবিকভাবেই সেইদিনের প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতার শিরোনামেই (15 August 1947 Newspaper) ছিল এই খবর। চলুন জেনে নেওয়া যাক সেদিনের বিভিন্ন সংবাদপত্রে কী ছিল হেডলাইন...

দ্য টাইমস অফ ইন্ডিয়া : BIRTH OF INDIA'S FREEDOM 

দ্য হিন্দুস্তান টাইমস :  INDIA INDEPENDENT : BRITISH RULE ENDS 

দ্য হিন্দুস্তান টাইমস

দ্য স্টেটসম্যান :  TWO DOMINIONS ARE BORN 

দ্য ডেইলি টেলিগ্রাফ : INDIA IS NOW TWO DOMINIONS 

ইন্ডিয়ান এক্সপ্রেস : INDIA CELEBRATES FREEDOM 

ইন্ডিয়ান এক্সপ্রেস

ম্যাঞ্চেস্টার গার্ডিয়ান : End of the Indian Empire : Birth of Two Dominions 

দ্য ওয়াশিংটন পোস্ট : India Achives Sovereignty Aimd Scenes of Wild Rejoicing 

দ্য ওয়াশিংটন পোস্ট

অমৃত বাজার পত্রিকা : INDIA INDEPENDENT TODAY 

আনন্দবাজার পত্রিকা : নূতন-যুগ-সূর্য উঠিল ছুটিল তিমির রাত্রি 

যুগান্তর  : ভারতের শৃঙ্খল মুক্তি

আরও পড়ুনঅগ্নিবীরে মেয়েদেরও চাকরি, আবেদন করুন এই লিঙ্কে


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement