Advertisement

Kolkata Best Photography Places: কলকাতায় ফটোশুটের জন্য নতুন জায়গা খুঁজছেন, এই ৫ জায়গা চেনেন ?

Kolkata Best Uncommon Photoshoot Places: ছবি তুলতে ভালবাসেন? বা সামনেই প্রি ওয়েডিং শুট বা রিলস বানানোর আদর্শ জায়গা খুঁজছেন? কলকাতার মধ্যে আছে আরও এক কলকাতা। কলকাতা মানে শুধু ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট, ময়দান নয়- এর বাইরে এমন অনেক জায়গা আছে যেগুলির খোঁজ সচরাচর খুব কম মানুষই পেয়েছেন। 

কলকাতায় ফটোগ্ৰাফির সেরা জায়গাগুলি রইল (ছবি: সোশ্যাল মিডিয়া)কলকাতায় ফটোগ্ৰাফির সেরা জায়গাগুলি রইল (ছবি: সোশ্যাল মিডিয়া)
মধুরিমা দেব
  • কলকাতা,
  • 21 Jan 2023,
  • अपडेटेड 5:27 PM IST
  • ছবি তুলতে ভালবাসেন? বা সামনেই প্রি ওয়েডিং শুট বা রিলস বানানোর আদর্শ জায়গা খুঁজছেন?
  • অনেক জায়গা আছে যেগুলির খোঁজ সচরাচর খুব কম মানুষই পেয়েছেন
  • রইল তেমনই ৫ জায়গার হদিশ

Kolkata Best Uncommon Photo shoot Places: ছবি তুলতে ভালবাসেন? বা সামনেই প্রি ওয়েডিং শুট (Pre Wedding Shoot) বা রিলস (Reels) বানানোর আদর্শ জায়গা খুঁজছেন? কলকাতার মধ্যে আছে আরও এক কলকাতা (Kolkata)। কলকাতা মানে শুধু ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট, ময়দান নয়- এর বাইরে এমন অনেক জায়গা আছে যেগুলির খোঁজ সচরাচর খুব কম মানুষই পেয়েছেন। এই জায়গাগুলি এখনও ছবি তোলার জন্য এতটাও জনপ্রিয় হয়নি। সেগুলি কী? রইল তেমনই ৫ জায়গার হদিশ। 

সম্পূর্ণ বিনামূল্যে কলকাতায় ফটোগ্ৰাফির সেরা জায়গাগুলি রইল (Kolkata Photography Places)

উত্তর কলকাতার রামরতন বোস লেন (Ramratan Bose Lane)
পুরনো কলকাতার স্বাদ আস্বাদন করতে হলে উত্তর কলকাতা সেরা ডেস্টিনেশন। এর মধ্যে শ্যামবাজারের রামরতন বোস লেন, একে ফরিয়াপুকুর নামেও সকলে চেনে। ফটোগ্রাফির জন্য আদর্শ জায়গা। শ্যামবাজার থেকে কয়েক মিনিটের হাঁটা রাস্তা। এখানে গ্রাম বাংলার গ্রাফিটি থেকে পুরনো কলকাতার বাড়ি পেয়ে যাবেন। উত্তরের আড্ডা চায়ের দোকানের কাছেই পেয়ে যাবেন গ্রাফিটি কাজ করা বাড়ির দেওয়াল, রাম রতন বোস লেনের গলিতেই রয়েছে এই বাড়িটি। এখানে একটি জনপ্রিয় চায়ের ঠেকও রয়েছে, নাম উত্তরের আড্ডা।

আরও পড়ুন

পার্ক স্ট্রিট গ্রাফিটি ওয়াল (Park Street Graffiti Wall)
পার্ক স্ট্রিটে কানাড়া ব্যাঙ্ক মিড কর্পোরেট ব্রাঞ্চের কাছে একাধিক দেওয়াল জুড়ে আছে গ্রাফিটি ওয়ার্ক। গলির মধ্যেই গ্রাফিটি ওয়াল। জেন ওয়াই, জেন জেডের রিলার্স বা ফটোগ্রাফারদের মন কাড়ছে এই জায়গা।

মিন্টো পার্ক গ্রাফিটি ওয়াল (Minto Park Graffiti Wall)
মিন্টো পার্কার দেওয়াল জুড়ে দুর্দান্ত গ্রাফিটি শিল্প, যে কারও চোখ টানবে। এখানে দাঁড়িয়ে কয়েকটা সিনেমাটিক পোজ না দিয়ে বাড়ি ফিরতে পারবেন না আপনিও। ফুটপাথের ধারেই সার দিয়ে দেওয়ালে আঁকা গ্রাফিটি, ছবির বিষয় নারী শক্তি। ছবি তোলার আরও একটি সেরা জায়গা এটি।

লেক গার্ডেন গ্রাফিটি ওয়ার হাউজ (Lake Garden Ware House)
লেক গার্ডেনের এই জায়গাটিকে সবাই চেনে আন্ডারগ্রাউন্ড রেপার প্লেস নামে। গ্রাফিটি ওয়ার হাউজ এমন একটি জায়গা যার প্রচার কম হলেও বেশ জনপ্রিয়। ফোটগ্রাফারদের ভিড়ের বাইরে এই জায়গাটি। পরিত্যক্ত ওয়ার হাউজে এটি তৈরি হয়েছে। ভিডিও বা ছবির শুটের জন্য এটিও সেরা সন্ধান।

Advertisement

নিউটাউন ওয়াকিং স্ট্রিট (Newtown Walking Street)
বিশ্ব বাংলা গেটের সামনেই নিউটাউন ওয়াকিং স্ট্রিট। এর ব্রিজের তলা ফটোগ্রাফির জন্য আদর্শ ফটোজেনিক জায়গা। অ্যাকসিস মলের সামনেই এই জায়গাটি। কলকাতায় যারা নতুন জায়গার সন্ধানে আছে তারা ঘুরে আসতেই পারেন এখানে। তবে বিকেল ৫টার পর জায়গাটি খুলে দেওয়া হয়। চোখধাঁধানো রংয়ের বাহারে আরও ঝলমলে ছবি উঠবে। এখানে আছে স্মার্ট প্লাজা পার্কও। এই জায়গাটিও ছবি তোলার জন্য বেছে নিতে পারেন।

তাই কলকাতার মধ্যেই অন্যরকম জায়গার সন্ধান চাইলে ক্যামেরা হাতে বেরিয়ে পড়ুন এই জায়গাগুলিতে। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করার জন্য এই জায়গাগুলি ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

Read more!
Advertisement
Advertisement