Advertisement

Republic Day 2026 Wishes: প্রজাতন্ত্র দিবসে দেশকে শ্রদ্ধা জানিয়ে প্রিয়জনকে পাঠান শুভেচ্ছা, রইল ১৫ ট্রেন্ডিং মেসেজ

আজ ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস। এমন দিনে অনেকেই নিজের প্রিয়জন ও পরিবারকে শুভেচ্ছাবার্তা পাঠাতে চান। কিন্তু কী লিখবেন বুঝতে পারেন না। আর সেই সমস্যারই সমাধান দিলাম আমরা। আমাদের এই নিবন্ধে আজকের সেরা কিছু মেসেজ রইল। 

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা মেসেজপ্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা মেসেজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2026,
  • अपडेटेड 8:44 AM IST
  • আজ ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস
  • এমন দিনে অনেকেই নিজের প্রিয়জন ও পরিবারকে শুভেচ্ছাবার্তা পাঠাতে চান
  • কিন্তু কী লিখবেন বুঝতে পারেন না

আজ ২৬ জানুয়ারি। আর এই দিনটা প্রত্যেক ভারতবাসীর কাছে একটু বিশেষ। একটু অন্যরকম। কারণ, আজ যে প্রজাতন্ত্র দিবস। আজ দেশের গণতন্ত্রের জন্য গর্ব করার দিন। সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। 

এই প্রসঙ্গে বলে রাখি, আজ দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এবারের প্রজাতন্ত্র দিবসের থিম হল, বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তি। আর এ দিন দেশের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে কুচকাওয়াচ। পাশাপাশি আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়নের একাধিক বিশেষ অতিথি। 

তাই এমন দিনে অনেকেই নিজের প্রিয়জন ও পরিবারকে শুভেচ্ছাবার্তা পাঠাতে চান। কিন্তু কী লিখবেন বুঝতে পারেন না। আর সেই সমস্যারই সমাধান দিলাম আমরা। আমাদের এই নিবন্ধে আজকের সেরা কিছু মেসেজ রইল। 

১. ভারতের গণতন্ত্র হয়ে উঠুক আরও শক্তিশালী। মা তোমায় সেলাম। 
২. আমাদের জাতীয় পতাকার সম্মান সবার আগে। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল। 
৩. এই দেশ অমর শহিদদের। তাঁদের শ্রদ্ধা জানানো আমাদের সকলের কর্তব্য। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।
৪. ভারত আমার ভারতবর্ষ, এই দেশই আমাদের সব। দেশের মাটিকে শত কোটি প্রণাম। প্রজাতন্ত্র দিবস ভাল কাটুক।
৫. এই দেশই আমাদের মানুষ করেছে, আমাদের দিয়েছে পরিচয়। মা তোমাকে সেলাম। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল। 
৬. মাতৃভূমি তোমায় কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তোমার চরণে প্রণাম। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। 
৭. সারা বিশ্বে আমাদের দেশের মতো মহান কোনও দেশ নেই। আমরা শ্রেষ্ঠ। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।
৮. আজ গণতন্ত্রের উৎসব। এই দিনটায় আপনিও শামিল হন। শুভ প্রজাতন্ত্র দিবস। 
৯. আজ প্রজাতন্ত্র দিসব। এই দিন নিন শপথ, ভারতকে আমরা করে তুলব আরও শক্তিশালী। সব দিক থেকেই এগিয়ে যাবে দেশ। 
১০. অশুভ শক্তির বিনাশ করবে ভারত মা। শুভ প্রজাতন্ত্র দিবস।
১১. দেশের মাটির ঋণ শোধ করা সম্ভব নয়। প্রণাম ভারত মা। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।
১২. ভারতের গণতন্ত্রের তুলনা পৃথিবীতে নেই। প্রজাতন্ত্র দিবস ভাল কাটুক। 
১৩. আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। শুভ হোক প্রজাতন্ত্র দিবস।
১৪. আমৃত্যু তোমার সেবা করব ভারত মা। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল। 
১৫. এই মাটিতে জন্ম নিয়ে গর্বিত। ভারত মায়ের পায়ে প্রণাম।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement