Advertisement

মানুষ-এলিয়েনের মহাযুদ্ধ ২০২৩ সালেই, টাইম ট্রাভেলারের দাবিতে শোরগোল

এলিয়েন নিয়ে চমকপ্রদ দাবি টাইম ট্রাভেল করে আসা ব্যক্তির। সেই ব্যক্তি দাবি করেন ২৮৬৯ সাল থেকে ফিরে এসেছেন। তিনি টাইম ট্রাভেল করেছেন বলে দাবি করেন। পাশাপাশি এ-ও দাবি করেন, তিনি ভবিষ্যৎও দেখেছেন। এলিয়েন এবং মানুষের মধ্যে যুদ্ধ হবে বলে দাবি করেছেন তিনি।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jan 2023,
  • अपडेटेड 7:32 PM IST
  • এলিয়েন নিয়ে চমকপ্রদ দাবি টাইম ট্রাভেল করে আসা ব্যক্তির
  • সেই ব্যক্তি দাবি করেন ২৮৬৯ সাল থেকে ফিরে এসেছেন

এলিয়েন (Alien) নিয়ে চমকপ্রদ দাবি টাইম ট্রাভেল (Time Travel) করে আসা ব্যক্তির। সেই ব্যক্তি দাবি করেন ২৮৬৯ সাল থেকে ফিরে এসেছেন। তিনি টাইম ট্রাভেল করেছেন বলে দাবি করেন। পাশাপাশি এ-ও দাবি করেন, তিনি ভবিষ্যৎও দেখেছেন। এলিয়েন এবং মানুষের মধ্যে যুদ্ধ হবে বলে দাবি করেছেন তিনি। সমুদ্রে ঐতিহাসিক আবিষ্কার হবে। পাশাপাশি ভয়ঙ্কর ভূমিকম্প হবে। এলিয়েন এবং মানুষের মধ্যে যুদ্ধ পৃথিবী থেকে মহাকাশে সংঘটিত হবে।

এই ব্যক্তি টিকটক ব্যবহারকারীদের এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে পৃথিবীর মানুষকে অনেক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হবে। অন্য বিশ্বের এলিয়েনদের সঙ্গে মানুষের যুদ্ধ হবে। এই যুদ্ধ বিভিন্ন দিকে সংঘটিত হবে।

Tiktok-এ এই ব্যক্তির নাম beyondtimetraveller। তাঁর প্রোফাইলে সতর্কবার্তা- আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি যে আমি একজন টাইম ট্রাভেলার। এ বছর আর কী ঘটবে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি।

আরও পড়ুন

তাঁর দাবি। আমেরিকায় একটি বড় বিপর্যয় নেমে আসবে। তিনি তারিখের তালিকাও প্রকাশ করেছেন। 

১৮ মার্চ, ২০২৩-এ, আলাস্কার উইসলারে একটি ৮.১ মাত্রার ভূমিকম্প ঘটবে। ভয়াবহ বিপর্যয় ঘটবে।
২৬ জুন ২০২৩-এ প্রশান্ত মহাসাগরে নীল তিমির চেয়েও বড় একটি প্রাণী পাওয়া যাবে। এটি ৩৫০ ফুট লম্বা।
১ অক্টোবর, ২০২৩-এ, গোলথ নামে একটি প্রজাতি আবির্ভূত হবে। যা মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান।

এর পরই শুরু হবে এলিয়েন ও মানুষের মধ্যে মহাকাশ যুদ্ধ। টাইম ট্রাভেলারের দাবি, এলিয়েনরা আমাদের দিকে ধেয়ে আসছে।
এই রহস্যময় টিকটোকারই প্রথম ব্যক্তি নন যিনি এমন দাবি করছেন। অন্য লোকেরা এর আগে একই ধরনের দাবি করেছে।
 

Read more!
Advertisement
Advertisement