হলিউড ছবিতে আমরা Black Hole দেখে থাকি। তবে এবার NASA Black Hole-এর ছবি শেয়ার করেছে। আসলে, প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে Black Hole থাকে। এর মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি যে, এটি যে কোনও বস্তুকে নিজের দিকে টেনে নিতে পারে। এমনকী আলোও এর মধ্য দিয়ে যেতে পারে না। NASA বহুবছর ধরে এই Black Hole নিয়ে গবেষণা করছে। তার সূত্র ধরেই সম্প্রতি ২২টি Black Hole-এর ভিডিও শেয়ার করেছে তারা।