ভাই ও বোনের পবিত্র সম্পর্কের অন্যতম প্রকাশ Raksha Bandhan। এই দিনে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন বোনেরা। আনন্দে উৎসবে এই দিনটি উদযাপন করা হয় গোটা দিনটি। অনেক সময় এই রাখি বন্ধনের জন্য অনেক দূর থেকে ছুটে যান ভাইবোনেরা। তবে এবার এক এমন ঘটনা ঘটল, যা জানলে হয়ত আপনিও নিজের চোখের জল ধরে রাখতে পারবেন না। Gujarat র Valsad এ একটি ঘটনা দেখা গেছে, যা মানবতা এবং ভালোবাসার সম্পর্ককে নতুন সংজ্ঞা দিয়েছে। এটি সেই হাতের গল্প, যে হাত এক বছর আগে তার ভাইয়ের হাতে রাখি বেঁধে দিয়েছিল।