আর কিছুদিন পরেই দীপান্বিতা অমাবস্যা, অর্থাৎ কালীপুজো (Kali Puja 2022)। আর শ্যামসঙ্গীত ছাড়া কালীপুজো ভাবাই যায় না। এক্ষেত্রে বঙ্গদেশে শ্যামাসঙ্গীত রচনায় যে দুই কালীসাধক জোয়ার এনেছিলেন তাঁরা হলেন রামপ্রসাদ সেন (Ramprasad Sen) ও কমলাকান্ত ভট্টাচার্য (Kamalakanta Bhattacharya)। এই ভিডিওতে অবশ্য আলোচনা হবে কমলাকান্ত ভট্টাচার্যকে নিয়েই।