নরওয়ের একটি শহর রয়েছে যার নাম লংইয়ার্বেন (Longyearbyen)। যেখানে আপনি মরতে পারবেন না। মানে মরে যেতে একেবারে বারণ রয়েছে (Death Is Prohibited)। কেমন আজব কথা? শুনে তাজ্জব হচ্ছেন তো! কিন্তু তাজ্জব হওয়ার কোনও বিষয় নয়, এটি সর্বৈব সত্যি। এখানে ১৯৫০ সালের পর কেউ মরেনি। কিন্তু কীভাবে? এও কী সম্ভব?