পূবের সূর্য তখন দুই পাহাড়ের মাঝ খান দিয়ে ঝুঁকে পড়ছে পশ্চিমের আকাশে। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ২৬০০ ফুট উচ্চতায় দূর্গম বক্সা পাহাড়ের পাকদণ্ডী বেয়ে "হুনহুনা রে হুনা শব্দে" চার ডুকপা যুবকের কাঁধে চেপে ঐতিহাসিক বক্সা ফোর্টের উদ্দেশ্য রওনা হল দেশের প্রথম পালকি অ্যাম্বুল্যান্স। কী নেই এই পালকি অ্যাম্বুল্যান্সের মধ্যে। আছে অক্সিজেন পরিষেবা, গরম জলের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার যাবতীয় সরঞ্জাম। এই পালকির সাথেই থাকবে স্বাস্থ্য দপ্তরের প্রশিক্ষিত দুই মহিলা কর্মী।