পাহাড় ও সবুজ অরণ্যে ঘেরা জেলা পুরুলিয়া। সুজলা সুফলা এই পুরুলিয়াকে ঘিরে পর্যটন দিনকে দিন বাড়ছে। দিন দু-তিনেকের ছুটি মিললেই অরণ্যের মাঝে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন আপনিও। শহুরে কোলাহল, ধুলো ধোঁয়া এড়িয়ে মায়াবী পরিবেশে দিন কয়েক কাটাতে হলে পুরুলিয়াকে বেছে নিতেই পারেন। কী কী দেখবেন পুরুলিয়া গিয়ে?