কলকাতায় আয়োজিত সাহিত্য আজতকের মঞ্চে গায়ক, অভিনেতা রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়। রাজনীতিতে আবেগ নেই। প্রশ্নের উত্তরে বাবুল বলেন, আমি আবেগপ্রবণ মানুষ, আমি আবেগেই সব কাজ করি। আজকালকার গান নিয়েও কথা বলেন বাবুল সুপ্রিয়।