সাহিত্যিক তসলিমা নাসরিনকে কলকাতা ফেরাতে উদ্যোগী হয়েছে বিজেপি। ফের বিতর্ক তৈরি হচ্ছে 'নির্বাসিত' সাহিত্যিককে নিয়ে। তসলিমাও কলকাতায় ফিরতে ইচ্ছুক বলে জানিয়েছেন। একবার ফিরে দেখা যাক, কেন কলকাতা ত্যাগ করতে হয়েছিল তসলিমাকে? bangla.aajtak.in-এর 'ব্যক্তিগত' অনুষ্ঠানে ২০০৪ সালের সেই ঘটনার সবটুকু বলেছিলেন তসলিমা। দেখুন।