Advertisement

Yashaswi Jaiswal: জয়সওয়াল বাদ কেন? নির্বাচকদের কড়া সমালোচনা প্রাক্তন এই ভারতীয় ওপেনারের

Yashaswi Jaiswal:

Aajtak Bangla
  • মুম্বই,
  • 23 Dec 2025,
  • अपडेटेड 1:35 AM IST

Yashaswi Jaiswal No Selection: ভারতীয় দলের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে যশস্বী জয়সওয়ালকে না রাখার সিদ্ধান্তে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে, বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো সিনিয়রদের অবসরের পর তরুণ জয়সওয়ালের দলে জায়গা পাকা হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে উল্টোটা হয়েছে। নির্বাচনের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।

আকাশ চোপড়া মনে করিয়ে দিয়েছেন, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন জয়সওয়াল। যদিও একাদশে সুযোগ পাননি তিনি। তার আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে একটি শতরানও করেছিলেন এই বাঁ-হাতি ওপেনার। তিন ফরম্যাটেই শতরান করা মাত্র ছ’জন ভারতীয় ক্রিকেটারের একজন জয়সওয়াল।

পরিসংখ্যানেও জোরালো জয়সওয়ালের দাবি। এখনও পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর রান ৭২৩। গড় ৩৬.১৫ এবং স্ট্রাইক রেট ১৬৪.৩১ যা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট প্রভাবশালী।

আরও পড়ুন

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, “যুক্তির বিচারে জয়সওয়ালই ছিল প্রথম পছন্দ। আগের বিশ্বকাপ স্কোয়াডে ছিল, তার আগে শতরান করেছে। স্বাভাবিক ভাবেই ওকে উপরের দিকে খেলানোর কথা ভাবা হচ্ছিল।” কিন্তু সমস্যার জায়গা তৈরি হয় ওপেনিংয়ে।

আসলে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ওপেনিং জুটি সাম্প্রতিক সময়ে নজর কাড়ে। এরপর আরও এক ওপেনার হিসেবে শুবমন গিলকেও দলে রাখে টিম ম্যানেজমেন্ট। ফলে জায়গা ক্রমশ কমে যায় জয়সওয়ালের জন্য।

আরও একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে উইকেটকিপিং। সঞ্জু স্যামসন এখন দলের প্রথম পছন্দ উইকেটকিপার-ওপেনার। ফলে একজন ব্যাক-আপ উইকেটকিপার নেওয়া বাধ্যতামূলক হয়ে পড়ে নির্বাচকদের কাছে। সেই জায়গায় জয়সওয়ালের বদলে বেছে নেওয়া হয় ঈশান কিষাণকে।

সব মিলিয়ে দলগত ভারসাম্যই শেষ পর্যন্ত জয়সওয়ালের বিরুদ্ধে গেছে বলে মনে করছেন আকাশ চোপড়া। তাঁর কথায়, “২০২৩ সাল থেকে ধারাবাহিকভাবে রান করছে জয়সওয়াল। কিন্তু এই মুহূর্তে ওর জন্য জায়গা বের করা কঠিন হয়ে পড়েছে।”

তবে আশার কথা, আসন্ন আইপিএল জয়সওয়ালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভালো পারফরম্যান্সই ফের তাঁকে জাতীয় দলের দরজা খুলে দিতে পারে বলে মত ক্রিকেটমহলের।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement