সামনেই অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে টি২০ সিরিজ যেমন হবে, তেমনই রয়েছে একদিনের সিরিজও। ভারত-অস্ট্রেলিয়া লড়াই সবসময়ই উপভোগ্য হয় ক্রিকেটপ্রেমীদের কাছে। আর এবারেও তার অন্যথা হবে না বলেই মনে করেন, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন অ্যারণ ফিঞ্চ। bangla.aajtak.in-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটকে প্রশংসায় ভরিয়ে দিলেন অজি ক্রিকেটার।
প্রশ্ন: ভারতের জন্য কতটা কঠিন হতে পারে এই সিরিজ?
ফিঞ্চ: এটা সবসময় একটা দুর্দান্ত সিরিজ, তা যে ফর্ম্যাটেই হোক না কেন, টেস্ট, ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি। তাই আমার মনে হয়, বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়ের প্রথমবার অস্ট্রেলিয়া সফর হবে। অভিজ্ঞতা কিছুটা আলাদা হবে। আমরা আইপিএলে দেখেছি যে এই ছেলেরা কত দ্রুত শিখে। তারা এত দ্রুত তাদের খেলায় মানিয়ে নেয়। তারা এতটা দক্ষ বলেই আশা করি সিরিজটা দারুণ হবে।
প্রশ্ন: এত দীর্ঘ সময় পর রোহিত শর্মা এবং বিরাট কোহলির যোগ দিচ্ছেন, মানিয়ে নিতে কি কোন সমস্যা হতে পারে?
ফিঞ্চ: একটুও না। একটুও না। এত দিন ধরে এরাই তো দলের মূল ভিত্তি। আমার মনে হয় এতে লাভই হয়। যখন রোহিত এবং বিরাটের মতো খেলোয়াড়রা দলে ফিরে আসে, তখন সকলেরই মনে উত্তেজনা তৈরি হয়। তাদের খেলা, সবসময় সবার কাছেই শেখার সুযোগ করে দেয়।
প্রশ্ন: এই সফরে ভারতের কী করা উচিত?
ফিঞ্চ: ভারতীয় দলের ব্যাট এবং বল হাতে অনেক দক্ষ খেলোয়াড় আছে। তারা কাউকে রেয়াত করে না। শুধু শুধু মেরে যায়। এখনকার তরুণ প্রজন্ম, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বড় হয়ে ওঠা ক্রিকেটাররা, খেলাটা একটু ভিন্নভাবে খেলে। তারা খুব আক্রমণাত্মক, প্রতিপক্ষের উপর এত চাপ তৈরি করার চেষ্টা করে, যে দেখতে দারুণ লাগে। অস্ট্রেলিয়ায় এটা দেখা সত্যিই উপভোগ্য হবে। আমরা প্রায়ই, ঘরের মাঠে তাদের অনেক খেলতে দেখি। তাই আমার মনে হয় এটা সবার জন্য ভালো যে, তাদের অস্ট্রেলিয়ায় দেখা যাবে। তরুণ ক্রিকেটারদের পরীক্ষা করে দেখা উচিত।
প্রশ্ন: তিনটি ভিন্ন ফর্ম্যাটে ভারতের তিনজন ভিন্ন ভিন্ন ক্যাপ্টেন আছে। এটা কি টিম ইন্ডিয়াকে সাহায্য করছে নাকি আগামী দিনে টিম ইন্ডিয়ার জন্য সমস্যা হতে পারে?
ফিঞ্চ: না, এটা কোনও সমস্যার নয়, আমার অন্তত মনে হয় না। গৌতম তিন ফর্ম্যাটেরই কোচ। তাই তার নেতৃত্ব সেই অধিনায়কদের মধ্যেও ছড়িয়ে পড়বে। তাই কোনও সমস্যা নেই। আমার মনে হয় মাঝে মাঝে ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর থাকা, ভিন্ন ভিন্ন দক্ষতা থাকা এবং মাঠে ভিন্ন ভিন্ন পদ্ধতি থাকা ভালো। তাই আগামী কয়েক বছর ধরে এই পরিবর্তনগুলি কীভাবে ঘটে তা দেখাও খুব ইন্টারেস্টিং হবে।
প্রশ্ন: আর আমার শেষ প্রশ্ন, ভারত-ইংল্যান্ড সিরিজ দেখলেন? টেস্টের জন্য সেরা বিজ্ঞাপন বলে মনে করেন?
ফিঞ্চ: এটা অসাধারণ। কী দারুণ একটা টেস্ট সিরিজ। শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ছিল। শেষ টেস্টে ভারতকে দেখে মনে হচ্ছিল তারাই বেশিরভাগ সময় ধরে ফেভারিট ছিল। জো রুট এবং হ্যারি ব্রুকের জুটিতে ইংল্যান্ড প্রায় ফেরৎ এসেছিল। আর তারপর মহম্মদ সিরাজের বল। অপর প্রান্তে ক্রিস ওকস স্লিং নিয়ে নামা। অসাধারণ, মনোমুগ্ধকর টেস্ট ক্রিকেট। এ কারণেই টেস্ট ক্রিকেট সেরা ফর্ম্যাট। সকলের পরীক্ষা নেয়। আমি এটি পুরোপুরি উপভোগ করেছি।