Advertisement

T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে পাকিস্তান? বিরাট খবর

T20 বিশ্বকাপ ঘিরে বিতর্ক থামতেই চাইছে না। ICC-র তরফে বাংলাদেশকে বাতিল করার সিদ্ধান্তের পর এবার ঘোঁট পাকাচ্ছে পাকিস্তান। ICC-র ওই সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য একাধিক অপশন বাছছে ইসলামাবাদ।

T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে পাকিস্তান?T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে পাকিস্তান?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Jan 2026,
  • अपडेटेड 5:47 PM IST
  • T20 বিশ্বকাপ ঘিরে বিতর্ক থামতেই চাইছে না।
  • বিশ্বকাপ নিয়ে এবার ঘোঁট পাকাচ্ছে পাকিস্তান।
  • ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ নাও খেলতে পারে পাকিস্তান।

T20 বিশ্বকাপ ঘিরে বিতর্ক থামতেই চাইছে না। ICC-র তরফে বাংলাদেশকে বাতিল করার সিদ্ধান্তের পর এবার ঘোঁট পাকাচ্ছে পাকিস্তান। ICC-র ওই সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য একাধিক অপশন বাছছে ইসলামাবাদ। জানা গিয়েছে, বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ নাও খেলতে পারে পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের তরফে সূত্রের উল্লেখ করে দাবি করা হয়েছে, পাকিস্তান এখন নিজেদের হাতের তাসগুলি খুঁটিয়ে দেখতে ব্যস্ত। তারা কোন কোন ভাবে প্রতিবাদ করতে পারে, তাই নিয়েই নাড়াচাড়া শুরু হয়েছে। যে যে অপশনগুলি আপাতত PCB ভেবেছে বলে জানা যাচ্ছে, তার মধ্যে একটি হল ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে ম্যাচটি বয়কট করা। অপরটি হল, পুরো T20 বিশ্বকাপ থেকেই নাম তুলে নেওয়া। 

উল্লেখ্য বিষয় হল,  ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ম্যাচটি ছাড়াও, সেমি ফাইনাল অথবা ফাইনালেও ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী ম্যাচগুলিও বাতিল করতে পারে পাকিস্তান।

পাকিস্তান ম্যাচ বয়কট করলে কার লাভ?

পাকিস্তান চাইলে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতেই পারে। কিন্তু তাতে আখেরে ক্ষতি হবে পাকিস্তানেরই। কারণ, পাকিস্তান যদি ভারতের সঙ্গে ম্যাচটি খেলতে না চায়, তাহলে ওই ম্যাচের ২ পয়েন্ট সরাসরি ভারতের পকেটে চলে আসবে। অন্যদিকে, PCB-রও বড়সড় আর্থিক ক্ষতি হতে পারে।

ইন্ডিয়া টুডে-র খবরে বলা হয়েছে, বয়কট নিয়ে আলোচনার পর ICC পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়েছে। পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে PCB-র দীর্ঘমেয়াদী আর্থিক ও কাঠামোগত ক্ষতি হতে পারে। এছাড়াও, বিশ্ব ক্রিকেটে তাদের অবস্থানও ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি সরাসরি PCB-র উপর জরিমানাও চাপানো হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যদিও ইতিমধ্যেই  ICC T-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে পাক বোর্ড। রবিবার সকালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করে PCB। সেখানেই ১৫ সদস্যের পাকিস্তান টিম ঘোষণা করা হয়। তবে পাকিস্তান ক্রিকেটের অন্দরের খবর, আদৌ পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপে খেলবে কিনা তা নিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে পাক সরকারই।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement