Advertisement

T20 World Cup 2024: বছর ঘুরলেই T20 বিশ্বকাপ, অজি সিরিজে কী পেল ভারতীয় দল? ৫ বড় প্রাপ্তি

২০২৪ সালেই T20 World Cup। তার আগে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সিরিজ জয় বাড়তি অক্সিজেন জোগাল ভারতকে। আগামী বছর ৪ জুন শুরু হবে টি২০ বিশ্বকাপ। ৩০ জুন পর্যন্ত চলবে। ওয়েস্ট ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন করা হচ্ছে এই বিশ্বকাপ। টি২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কী পেল ভারত?

ভারতীয় ক্রিকেট দলভারতীয় ক্রিকেট দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Dec 2023,
  • अपडेटेड 9:43 AM IST
  • রিঙ্কু সিং ভারতের মাস্টার ফিনিশার
  • মুকেশ:ভারতীয় বোলিংয়ে নয়া তারকা
  • রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল:ভারতের সম্ভাব্য তুরুপের তাস

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 সিরিজে ৪-১ জিতে একদিনের বিশ্বকাপের বদলা নিয়েছে ভারত। এই সিরিজে ভারতের সিনিয়র প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে নতুনদের। 

২০২৪ সালেই T20 World Cup। তার আগে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সিরিজ জয় বাড়তি অক্সিজেন জোগাল ভারতকে। আগামী বছর ৪ জুন শুরু হবে টি২০ বিশ্বকাপ। ৩০ জুন পর্যন্ত চলবে। ওয়েস্ট ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন করা হচ্ছে এই বিশ্বকাপ। টি২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কী পেল ভারত?

রিঙ্কু সিং ভারতের মাস্টার ফিনিশার

এই T20 সিরিজে ফিনিশার হিসেবে কয়েকটি ধামাকা ইনিংস খেললেন রিঙ্কু সিং। প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ ২২ রান করে দলকে জিতিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ৯ বলে ৩১ রানের ইনিংস ভারতকে জয়ী করেছে। রায়পুরে  T20 ম্যাচেও রিঙ্কুর ৪৬ রান অনবদ্য। টি২০ বিশ্বকাপে ভারতের এক্স ফ্যাক্টর হতে পারেন রিঙ্কু।

মুকেশ:ভারতীয় বোলিংয়ে নয়া তারকা

ফাস্ট বোলার মুকেশ কুমার এই সিরিজে আবিষ্কার বলা যেতেই পারে। অজিদের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে যেখানে বোলারদের তুলোধনা হতে হয়েছে, সেখানে মুকেশ ৪ ওভারে ২৯ রান দেন। বেঙ্গালুরুতে শেষ টি২০ ম্যাচে ৩ উইকেট নিয়ে মুকেশ ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

টপ অর্ডারে রুতুরাজ গায়কোয়াড়কে নিয়ে আশা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ৫ ম্যাচে ৫৫.৭৫ গড়ে ২২৩ রান করেছেন রুতুরাজ। একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিও। এই সিরিজে সবচেয়ে বেশি রান করা প্লেয়ার। রুতুরাজ সেট হতে একটু সময় নেন। কিন্তু সেট হওয়ার পরে অসাধারণ ব্যাটিং। দুর্ধর্ষ পারফর্ম্যান্সে রুতুরাজ ভারতের ওপেনিং স্লটে নিজের জায়গা পাকা করে ফেলছেন।

রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল:ভারতের সম্ভাব্য তুরুপের তাস

ভারতীয় দলের সিরিজ জয়ে লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। রবি এই সিরিজে সবচেয়ে বেশি ৯ উইকেট নিয়েছেন। প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। টি২০ বিশ্বকাপে রবি বড় ভূমিকা নেবেন বলেই আশা।

Advertisement

ক্যাপ্টেন সূর্যকুমার হিট

একদিনের বিশ্বকাপে খুব একটা ভাল পারফর্ম না করতে পারলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সূর্যকুমার যাদব প্রমাণ করলেন, কেন তাঁকে অধিনায়ক নির্বাচিত করেছে বিসিসিআই। ৫টির মধ্যে ৪টি ম্যাচেই টস হেরেছেন সূর্যকুমার। ভারতকে প্রথম ব্যাটিং করতে হয়েছে। মাঠে শিশির থাকা সত্ত্বেও সূর্যকুমারের সঠিক সিদ্ধান্তে ভারত সফল হয়েছে। 


Read more!
Advertisement
Advertisement