বাংলা দলের প্রাক্তন কোচ অরুণ লালের জন্মদিন আগামিকাল। জন্মদিনে কী গিফট দিচ্ছেন তাঁর স্ত্রী বুলবুল? সেটা যদিও সারপ্রাইজ। তবে bangla.aajtak.in-কে ফোনে জানালেন জন্মদিনের বিশেষ প্ল্যান। ২০২২-এ ৬৬ বছর বয়সে দ্বিতীয়বার বিয়েত পিঁড়িতে বসেন অরুণ লাল। দুই বছর দারুণ কেটেছে এই জুটির। এবারের জন্মদিনও তাই বেশ স্পেশাল।
কী কী থাকছে মেনুতে?
বুলবুল জানান, আসলে অরুণ লালের জন্মদিন ৩১ জুলাই। তবে সরকারিভাবে তা ১ আগস্ট। শুক্রবার এক কেটারিং সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিছু কাছের বন্ধু বান্ধবকে আমন্ত্রণ জানানো হয়েছে। বন্ধু আইনজীবী পরিতোষ সিনহার পাশাপাশি থাকবেন প্রাক্তন ক্রিকেটার ও সাংসদ কীর্তি আজাদ। কাছের বন্ধুদের সঙ্গে পালন হবে এই দিনটা। প্রায় ৫০ জনের নিমন্ত্রণ রয়েছে এই অনুষ্ঠানে। মেনুতে রিয়েছে এলাহি আয়োজন। থাকছে, রোস্ট চিকেন, পাইনাপেল মাটন, ফিস ফ্রাই, অগ্রেটিন, কটেজ চিজ সহ কিছু ভেজ ডিশ। সঙ্গে অবশ্যই অরুণ লালের পছন্দের চিংড়ি মাছ।
তবে এই মরসুমে মেনু থেকে বাদ ইলিশ? বুলবুল বলেন, 'অরুণ ইলিশ খেতে পারে না। কাঁটা আমি বেছে দিলেও যে খুব তৃপ্তি করে খায় তেমনটাও নয়। তাই ইলিশের মরসুম হলেও, তা বাদ দিয়েছি।' বৃহস্পতিবারও থাকছে নানা আয়োজন। তবে সবটাই ঘরোয়া ভাবে। রান্না করেছেন বুলবুল নিজেই। জানালেন, 'আমি নিজেই রান্না করেছি। তবে লাঞ্চ আর ডিনারের মেনু কিন্তু সম্পূর্ণ আলাদা।'
কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান?
পাশাপাশি তিনি এও বলেন, 'অরুণের জন্মদিনে ওকে আমি জাপান ট্রিপ গিফট করেছি সারপ্রাইজ হিসেবে। অনেকদিন ধরেই ও বলছিল জাপান যাবে। কিন্তু এতদিন হয়ে ওঠেনি। আমার তাই মনে হয়েছে এটাই ওর জন্য বেস্ট গিফট।' নভেম্বর মাসে জাপান যাওয়ার কথা রয়েছে যুগলের। ফলে এই ট্রিপের জন্য বেশ উত্তেজিত বুলবুল। তবে তার আগে রাখিতে ছোট্ট করে একদিনের জন্য টাকি ঘুরতে যাবেন দুইজন। পরিকল্পনা রয়েছে লাটভিয়া, লিথুয়েনিয়া, এস্টোনিয়া, হেলসিঙ্কি ঘোরার। ফলে বোঝাই যাচ্ছে, নতুন দাম্পত্য জীবন দারুণ উপভোগ করছেন এই জুটি।