Advertisement

Gun Celebration: মারকাটারি ব্যাটের পর 'গান সেলিব্রেশন' করেছিলেন ধোনিও, তালিকায় আরও কোন কোন ক্রিকেটার?

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে হেরেছে পাকিস্তান। তবে বিতর্ক থামছে না। কারণ, পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহানের হাফ সেঞ্চুরি করার পর সেলিব্রেশনের ধরন। ৫০ করার পরই তিনি 'গান সেলিব্রেশন' করেন।

Dhoni Gun Celebration Dhoni Gun Celebration
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Sep 2025,
  • अपडेटेड 2:28 PM IST
  • বিতর্কে পাকিস্তানের ক্রিকেটার শাহিবজাদা ফারহান
  • তবে গান সেলিব্রেশন আগেও হয়েছে ক্রিকেটে

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে হেরেছে পাকিস্তান। তবে বিতর্ক থামছে না। কারণ, পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহানের হাফ সেঞ্চুরি করার পর সেলিব্রেশনের ধরন। ৫০ করার পরই তিনি 'গান সেলিব্রেশন' করেন। ব্যাটকে একে ৪৭ এর কায়দায় ধরে গুলি চালাচ্ছেন যেন। এমনই ভঙ্গি করতে দেখা যায় তাঁকে। তারপর থেকেই সমালোচনার মুখে পড়েন। শিরোনামে উঠে আসে এই 'গান সেলিব্রেশন'। যদিও ক্রিকেট মাঠে এই কায়দায় সেলিব্রেশন নতুন নয়। এর আগে ভারতসহ বিশ্বের নানা দেশের ক্রিকেটাররা একই কায়দায় সেলিব্রেট করেছেন। 

এই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০০৫ সালে ৩১ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়পুরে ১৮৩ রান করেন তিনি। ৫০ ওভারের ফর্ম্যাটে সেটিই ধোনির সর্বোচ্চ স্কোর। সেই ম্যাচে ধোনি সেঞ্চুরি করার পর গান 'সেলিব্রেশন' করেছিলেন। 

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার থিলান সামারাবিরাও ২০০৯ সালে 'গান সেলিব্রেশন' করেছিলেন। সেদিন পাকিস্তানের বিরুদ্ধে লাহোর টেস্ট ছিল। ডবল সেঞ্চুরি হাঁকান তিনি। ওই টেস্ট ম্যাচর আগেই শ্রীলঙ্কা দল সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছিল। ডবল সেঞ্চুরির পরদিন সকালে সামারাবিরা গুলিবিদ্ধ হন। এরপর ২০১১ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবান টেস্টে সেঞ্চুরির পরও 'গান সেলিব্রেশন' করেছিলেন ওই ক্রিকেটার।

IPL এও 'গান সেলিব্রেশন'  দেখা যায় ২০২৪ সালে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার পর পঞ্জাব কিংসয়ের ব্যাটার রাইলি রোসো ব্যাটটিকে বন্দুকের মতো ধরেছিলেন। যদিও তিনি আউট হওয়ার পর রোসোর উদযাপনকে কটাক্ষ করেছিলেন বিরাট কোহলি। 

২০২১ সালে আফগানিস্তানের বিরুদ্ধে জেতার পর প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আসিফ আলিকেও একইভাবে মাঠে সেলিব্রেশন করতে দেখা যায়। তা বিতর্কের জন্ম দেয়। শ্রীলঙ্কায় থাকা তৎকালীন আফগানিস্তানের রাষ্ট্রদূত এম. আশরাফ হায়দ্রি এতে অসন্তোষও প্রকাশ করেছিলেন। তা নিয়ে বিতর্কও দানা বেঁধেছিল। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার উদযাপন ছিল দেখার মতো দৃশ্য। বাভুমা তাঁর কাঁধ থেকে গদার মতে দেখতে সেই  ট্রফি নিয়ে 'গান সেলিব্রেশন' করেছিলেন। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement