Advertisement

Bengal Ranji Team: অনুষ্টুপের জায়গায় এবার নেতা অভিমন্যু, ঘোষিত বাংলার রঞ্জি দল

অনুষ্টুপ মজুমদারের পরিবর্তে এ বারের রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। অভিজ্ঞ ব্যাটসম্যানের উপরেই অনুষ্টুপ মজুমদারের পরিবর্তে এ বারের রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। অভিজ্ঞ ব্যাটসম্যানের ভরসা রেখেছেন নির্বাচকেরা। কোচ লক্ষ্মীরতন শুক্লও মনে করেন, ভবিষ্যতের কথা ভেবেই দল গড়া উচিত। তাই অনুষ্টুপের জায়গায় বাংলার নেতা আরও এক বার ঈশ্বরন।

অভিমন্যু ও অনুষ্টুপঅভিমন্যু ও অনুষ্টুপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2025,
  • अपडेटेड 6:55 PM IST

অনুষ্টুপ মজুমদারের পরিবর্তে এ বারের রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। অভিজ্ঞ ব্যাটসম্যানের উপরেই অনুষ্টুপ মজুমদারের পরিবর্তে এ বারের রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। অভিজ্ঞ ব্যাটসম্যানের ভরসা রেখেছেন নির্বাচকেরা। কোচ লক্ষ্মীরতন শুক্লও মনে করেন, ভবিষ্যতের কথা ভেবেই দল গড়া উচিত। তাই অনুষ্টুপের জায়গায় বাংলার নেতা আরও এক বার ঈশ্বরন।

রামপুরহাটের অলরাউন্ডার ক্রিকেটার সুমন্ত গুপ্ত, রামপুরহাটের আদরের বিট্টু  বাংলা ক্রিকেটের সিনিয়র দলে  সুযোগ পেয়েছেন।  ঘোষিত ১৭ জন ক্রিকেটারদের তালিকায় রামপুরহাটের সুমন্তও আছেন। আট বছর বয়সে বাবার হাত ধরে বিট্টু রামপুরহাট গাঁধী স্টেডিয়ামে ক্রিকেট খেলতে যেত। খেলত ফুটবলও। কিন্তু, ক্রিকেট খেলার প্রতি ছেলের ঝোঁক দেখে বাবা অনিল গুপ্ত ছেলেকে ক্রিকেটের ব্যাট ধরা থেকে বলের গ্রিপিংয়ের প্রশিক্ষণ দিতে শুরু করেন। শুরু থেকেই রামপুরহাট মহকুমার ক্রীড়া সংস্থার কর্মকর্তা থেকে সদস্যেরা, বিট্টুর স্কুল জিতেন্দ্রলাল বিদ্যাভবনের বিভাস স্যার, প্রধান শিক্ষক গৌর ঘোষেরা খেলায় উৎসাহ দিতে থাকেন। ২০০২ সালে ১১ বছর বয়সের বিট্টু অনূর্ধ্ব ১৪ বাংলা দলে লেগ স্পিন বোলার হিসেবে খেলার সুযোগ পায়। এক বছর পরে ব্যাটসম্যান, ফিল্ডার এবং লেগ স্পিন বোলার হিসেবে অনূর্ধ্ব ১৬ বাংলা দলে এবং তারও পরে অনূর্ধ্ব ১৯ বাংলা দলে সুযোগ পায় বিট্টু।

বড় প্রশ্ন ছিল, মহম্মদ শামি বাংলার হয়ে রঞ্জি খেলবেন কি না। কিন্তু কোচ লক্ষ্মীরতন শুক্লকে বুধবারই নিশ্চিত করেন শামি। প্রথম দু'ম্যাচে খেলবেন তিনি। ১২ অক্টোবর চলে আসছেন কলকাতায়। ১৫ অক্টোবর থেকে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ইডেনে এ বারের রঞ্জি অভিযান শুরু বাংলার। ২৫ অক্টোবর ইডেনেই বাংলার দ্বিতীয় ম্যাচ গুজরাতের বিরুদ্ধে। শামির পাশাপাশি বাংলার হয়ে শুরু থেকেই খেলবেন আকাশ দীপ। রয়েছেন সূরজ সিন্ধু জায়সওয়াল। দলে ফিরেছেন ঈশান পোড়েলও সুতরাং বাংলার পেস বোলিং বিভাগ আবারও রাতের ঘুম কাড়তে চলেছে বিপক্ষের ব্যাটসম্যানদের।

বাংলা দলে সুযোগ পেলেন এক সময়ের 'ফুড ডেলিভারি বয়' রাহুল প্রসাদও। প্রথম বার রঞ্জি ট্রফিতে খেলবেন তিনি। সুযোগ দেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ স্তরে দুরন্ত ছন্দে থাকা অলরাউন্ডার বিশাল ভাটিও। মুকেশ কুমারকে যদিও দলে রাখা হয়নি। কারণ, প্রথম দু'ম্যাচের জন্য এখনও ফিট হতে পারেননি তিনি।

Advertisement

ঘোষিত দল: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), অভিষেক পোড়েল (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিংহ, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশ দীপ, সূরজ সিন্ধু জায়সওয়াল, শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), ঈশান পোড়েল, কাজি জুনেইদ সৈফি, রাহুল প্রসাদ, সুমিত মোহাস্তা, বিকাশ সিংহ
 

Read more!
Advertisement
Advertisement