Advertisement

World Test Championship: মেলবোর্ন টেস্ট হারলেও WTC ফাইনালে যেতে পারে ভারত, দেখে নিন অঙ্ক

বর্ডার গাভাস্কার ট্রফির (Border Gavaskar Trophy) চতুর্থ টেস্ট ড্র হলে কী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালের লড়াই থেকে ছিটকে যাবে ভারত (Team India)? এই প্রশ্ন ঘরাফেরা করছে সকলের মনে। তবে এই ম্যাচ ড্র হলেও রোহিত শর্মাদের (Rohit Sharma) ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

ফ্রেমে টিম ইন্ডিয়াফ্রেমে টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • মেলবোর্ন,
  • 29 Dec 2024,
  • अपडेटेड 12:46 PM IST

বর্ডার গাভাস্কার ট্রফির (Border Gavaskar Trophy) চতুর্থ টেস্ট ড্র হলে কী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালের লড়াই থেকে ছিটকে যাবে ভারত (Team India)? এই প্রশ্ন ঘরাফেরা করছে সকলের মনে। তবে এই ম্যাচ ড্র হলেও রোহিত শর্মাদের (Rohit Sharma) ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

কীভাবে ফাইনালে যেতে পারে ভারতীয় দল?
অস্ট্রেলিয়াকে শেষ দু’টি টেস্টে হারাতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সরাসরি উঠে যাবেন রোহিতেরা। অন্য সিরিজের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে না তাঁদের। মেলবোর্নে পিছিয়ে থাকা ভারতের পক্ষে ৩-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন বলে মনে করা হচ্ছে। ভারত চতুর্থ টেস্ট ড্র করতে পারলেও আশা থাকবে রোহিতদের। এমনকি মেলবোর্নে হেরে গেলেও ভারতের সুযোগ থাকবে। ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্ডার-গাওস্কর সিরিজের পাশাপাশি চলছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের দুই টেস্টের সিরিজ। বাকি থাকবে শুধু শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার দু’টেস্টের সিরিজ।

মেলবোর্নে ড্র হলে এবং সিডনিতে সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে ফাইনালের দরজা খুলতে পারে ভারতের সামনে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে অন্তত একটি টেস্ট ড্র করতে হবে শ্রীলঙ্কাকে অথবা দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারতে হবে পাকিস্তানের কাছে।

মেলবোর্নে ভারত হেরে গেলে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়বেন রোহিতেরা। সে ক্ষেত্রে সিডনিতে জিততেই হবে ভারতীয় দলকে। তা হলে সিরিজ় শেষ হবে ২-২ ফলে। তখন ভারতের ফাইনাল খেলা নির্ভর করবে শ্রীলঙ্কা এবং পাকিস্তনের উপর। অস্ট্রেলিয়াকে সিরিজ হারতে হবে শ্রীলঙ্কার কাছে অথবা পাকিস্তানকে ২-০ ব্যবধানে জিততে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আবার বর্ডার-গাওস্কর ট্রফি ১-১ ফলে শেষ হলেও সুযোগ থাকবে রোহিতদের। তখন শ্রীলঙ্কাকে ১-০ ব্যবধানে সিরিজ জিততে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অথবা দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। তবে বর্ডার-গাওস্কর ট্রফিতে হেরে গেলে ভারতের কোনও আশা থাকবে না।

Advertisement

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন টেম্বা বাভুমারা। দ্বিতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্সেরা। তৃতীয় স্থানে আছেন রোহিতেরা। প্রথম দু’টি দল ফাইনাল খেলার সুযোগ পাবে। স্বভাবতই ভারতের কাজটা কঠিন। তবে অসম্ভব নয়।

Read more!
Advertisement
Advertisement