Advertisement

Sourav Ganguly On Virat Kohli Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি আদৌ ফর্মে ফিরবেন বিরাট-রোহিত? সৌরভ বললেন...

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ হলেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতিমধ্যেই প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে সমস্ত বোর্ডই। টেস্টে খারাপ ফল করলেও সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের উপর প্রত্যাশার চাপ বেশ বেশি থাকবে তা বলাই বাহুল্য। ফর্মে না থাকলেও বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্যই গলা ফাটাবেন সমস্ত ভারতবাসী। আশা করবেন তাদের ছন্দে ফেরার। এর মধ্যেই সরস্বতী পুজোর সকালে দুই তারকাকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রোহিত শর্মাবিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রোহিত শর্মা
অনির্বাণ সিংহ রায়
  • কলকাতা,
  • 02 Feb 2025,
  • अपडेटेड 6:41 PM IST

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ হলেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতিমধ্যেই প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে সমস্ত বোর্ডই। টেস্টে খারাপ ফল করলেও সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের উপর প্রত্যাশার চাপ বেশ বেশি থাকবে তা বলাই বাহুল্য। ফর্মে না থাকলেও বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্যই গলা ফাটাবেন সমস্ত ভারতবাসী। আশা করবেন তাদের ছন্দে ফেরার। এর মধ্যেই সরস্বতী পুজোর সকালে দুই তারকাকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রোহিত-বিরাট টেস্টে অফ ফর্মে। রঞ্জি ট্রফিতে ফিরেও ব্যর্থই হয়েছেন দুই তারকাই। তবে তাঁরা সাদা বলের ক্রিকেটে ছন্দ ফিরে পবে রো-কো জুটি, আশাবাদী সৌরভ। তিনি বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিন ম্যাচের সিরিজ আছে। এই দুই জনের সাদা বলে রেকর্ড বেশ ভালো। আশা করছি দুই জনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবে। কারণ একদিনের ক্রিকেট, টেস্টের থেকে সম্পূর্ণ আলাদা।'

ফর্মে না থাকায় দুই তারকার অবসর নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। তবে তার মধ্যে ঢুকতেই নারাজ সৌরভ। বলেন, 'কথা তো অনেক কিছু চলতে পারে। কিন্তু দুই জনেই দারুণ ক্রিকেটার। সবাই জানে তারা কী রকম খেলেছে। ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলের ব্যাটিংয়ের রোগ যে সারাতে হবে সেটাও উল্লেখ করেন দাদা।'

পাশাপাশি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার দাবিদার চার দলের নামও জানিয়ে দিয়েছেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন, 'ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড সবথেকে শক্তিশালী। উপমহাদেশে এই টুর্নামেন্ট হচ্ছে তার উপর ঘরের মাঠে খেলবে পাকিস্তান। ফলে তাদের তালিকার বাইরে রাখা যাবে না।' 

টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের মতো সৌরভও মনে করেন বিশ্বকাপের থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি একেবারে আলাদা। সৌরভের নেতৃত্বেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল। সৌরভের কথায়, 'চ্যাম্পিয়ন্স এবং বিশ্বকাপ আলাদা। কারণ বিশ্বকাপে অনেক বেশি সংখ্যায় দল খেলে এখানে কম দল খেলে। তবে এটা একটা আইসিসি টুর্নামেন্ট। গৌতম বলেছেন সব ম্যাচ জিতে ফাইনালে যেতে হবে। এটাই নিয়ম।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement