Advertisement

Prithvi Shaw Vinod Kambli: কাম্বলির পথেই কি পৃথ্বী? bangla.aajtak.in-এ যা বললেন দীপ দাশগুপ্ত

পৃথ্বী শ-র (Prithvi Shaw) মধ্যে অনেক প্রাক্তন ক্রিকেটারই বিনোদ কাম্বলির (Vinod Kambli) ছায়া খুঁজে পাচ্ছেন। মনে করছেন, বিনোদ কাম্বলিও দারুণ প্রতিভার অধিকারী ছিলেন। একইভাবে পৃথ্বী শ প্রতিভাবান ক্রিকেটার। বাঁ হাতি দুই ওপেনারই বোলারদের কাছে ত্রাস। তবে অনিয়ন্ত্রিত জীবন তাঁদের আজ একই জায়গায় নিয়ে এসেছে। ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার দীপ দাশগুপ্ত মনে করেন, এখনও ফিরে আসার সময় রয়েছে পৃথ্বীর হাতে।

Vinod Kambli, Prithvi ShawVinod Kambli, Prithvi Shaw
জাগৃক দে
  • কলকাতা,
  • 12 Dec 2024,
  • अपडेटेड 4:54 PM IST

পৃথ্বী শ-র (Prithvi Shaw) মধ্যে অনেক প্রাক্তন ক্রিকেটারই বিনোদ কাম্বলির (Vinod Kambli) ছায়া খুঁজে পাচ্ছেন। মনে করছেন, বিনোদ কাম্বলিও দারুণ প্রতিভার অধিকারী ছিলেন। একইভাবে পৃথ্বী শ প্রতিভাবান ক্রিকেটার। বাঁ হাতি দুই ওপেনারই বোলারদের কাছে ত্রাস। তবে অনিয়ন্ত্রিত জীবন তাঁদের আজ একই জায়গায় নিয়ে এসেছে। ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার দীপ দাশগুপ্ত মনে করেন, এখনও ফিরে আসার সময় রয়েছে পৃথ্বীর হাতে।

বিনোদ কাম্বলির ব্যাটিং-এর কথা বলতে গিয়ে দীপ জানান, 'কাম্বলি দারুণ ব্যাটার ছিল। প্রচুর রান করেছে। তবে সবচেয়ে বড় কথা হল, ও শুধু মারকাটারি ইনিংস খেলত না। ওর ব্যাটিং-এর জেরে ভেঙে যেত বিপক্ষ দলের মনোবল। সেঞ্চুরি করাটা একটা ব্যাপার অবশ্যই। তবে ও যেভাবে খেলত তাতে বোলারদের মানসিক অবস্থাই বিগড়ে যেত। সেই কারণেই ও ভয়ঙ্কর।' তবে প্রতিভা থাকলেই হয় না। তা সঠিকভাবে ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে কিছুটা সমস্যা ছিল কাম্বলির। সে কথা সকলেই একবাক্যে শিকার করেন।

পৃথ্বী শ ও দারুণ মারকাটারি ইনিংস খেলেন। তবে তাঁর বিরুদ্ধেও উঠেছে একের পর এক অভিযোগ। তিনিও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত। দীপ বলেন, 'এখনই এমনটা বলার সময় আসেনি যে ওর অবস্থাও কাম্বলির মতো হবে। হাতে অনেকটা সময় আছে। কারণ ওর বয়স অনেক কম। ফিরে আসতে চাইলে, সমস্যা হবে না।' 

শুধু তাই নয়, পৃথ্বী শ-কে অনেকেই সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করেছেন। সেই তালিকায় যেমন আছেন সচিন তেন্ডুলকর তেমনই আছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ও। তবুও তাঁকে নাকি শুধরানো যায়নি। এবারের আইপিএল-এও তাঁকে কোনও দল নেয়নি। এ নিয়ে দীপ বলেন, 'যে কোনও ভাল ক্রিকেটার উঠে এলেই প্রাক্তন ক্রিকেটাররা তাঁকে নিয়ে উৎসাহী হয়ে ওঠেন। আসলে আমাদের মনে হয়, এই ক্রিকেটারকে সাহায্য করলে বা সঠিক দিশা দেখাতে পারলে তা ভারতীয় দলের জন্য ভাল হবে। তাই সকলেই পৃথ্বীকে টিপস দিয়েছেন।' পাশাপাশি তিনি এও যোগ করেন, 'শুধু টিপস পেলে তো হবে না? গোটা মুম্বই ক্রিকেট ওর পাশে থেকেছে। কিন্তু ও নিজে যদি না চায় তা হলে তো কিছু করার নেই। ওকে দ্রুত ফিরতে হবে।' 

Advertisement

বুধবারও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দারুণ ব্যাট করেছেন পৃথ্বী। বিদর্ভের বিরুদ্ধে মাত্র ২৬ বলে ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। পাঁচটা চার ও চারটে ছক্কায় সাজানো তাঁর ইনিংস। তবে এই ছন্দ তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।     

Read more!
Advertisement
Advertisement