Advertisement

Rishabh Pant Captaincy: ODI-এর মতো ফিল্ডিং সাজানো, টেস্ট ক্যাপ্টেন পন্তকে কটাক্ষ কুম্বলের

চোট পেয়ে ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন শুভমন গিল। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন ঋষভ পন্ত। তবে দ্বিতীয় টেস্টে তাঁর ক্যাপ্টেন্সি একেবারেই খুশি করতে পারেনি টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারদের। সেই তালিকায় যেমন আছেন প্রাক্তন টেস্ট ক্যাপ্টেন অনিল কুম্বলে, তেমনই রয়েছেন আকাশ চোপড়াও।

অনিল কুম্বলে ও ঋষভ পন্তঅনিল কুম্বলে ও ঋষভ পন্ত
Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 23 Nov 2025,
  • अपडेटेड 12:54 PM IST

চোট পেয়ে ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন শুভমন গিল। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন ঋষভ পন্ত। তবে দ্বিতীয় টেস্টে তাঁর ক্যাপ্টেন্সি একেবারেই খুশি করতে পারেনি টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারদের। সেই তালিকায় যেমন আছেন প্রাক্তন টেস্ট ক্যাপ্টেন অনিল কুম্বলে, তেমনই রয়েছেন আকাশ চোপড়াও।

দুজুনেই মূলত অসন্তোষ প্রকাশ করেছেন ডিফেন্সিভ স্ট্র্যাটেজির জন্য। আকাশ চোপড়া যখন এই সিদ্ধান্তের পেছনের চিন্তাভাবনা বোঝার চেষ্টা করছিলেন, তখন কুম্বলে এই ক্যাপ্টেন্সি দেখে রেগেই গিয়েছেন। পরিস্কার বলেন, বলেন, এটা ওয়ানডে স্টাইলের ফিল্ডিং। চোপড়া জিজ্ঞাসা করেন, 'মিড-উইকেটে একজন ফিল্ডার আছে, লং-অন ফিল্ডার আছে, কোনও শর্ট লেগ নেই। এখানে পরিকল্পনা কী?'

কুম্বলে বাঙ্গ করে বলেন, 'লেগের দিকের মাঠটি ওয়ানডে ম্যাচের মতো সাজানো। এটা প্রথম দিনের প্রথম সেশন, তবুও লং-অন এবং মিড-উইকেট এখনও রেখে দেওয়া হয়েছে।'

চোপড়া আরও বলেন, 'এখানে অনুমান করাও কঠিন, কারণ আমরা কখন রায়ান রিকেলটনকে স্পিনের বিরুদ্ধে আক্রমণ করতে দেখেছি? এই ফিল্ডিং ব্যবস্থা কি শর্ট বল করার জন্য তৈরি করা হয়েছে, এবং এটি কি কেবল সেই কারণেই? আমাদের আধুনিক টেস্ট অধিনায়কত্ব পুনর্বিবেচনা করা দরকার।'

ওয়ানডেতেও নতুন অধিনায়ক খুঁজছে ভারত
আসন্ন ওয়ানডে সিরিজে শুভমান গিলের পরিবর্তে ভারতকে একজন অধিনায়ক খুঁজতে হতে পারে, কারণ খবরে বলা হচ্ছে যে তিনি ওই ম্যাচগুলিতে খেলতে পারবেন না। পিটিআইয়ের এক প্রতিবেদন অনুসারে, বোর্ড সূত্র জানিয়েছে যে তাঁর ঘাড়ের চোট সেরে উঠতে আরও সময় লাগবে।

উইকেটরক্ষক-ব্যাটার পন্তের পাশাপাশি সিনিয়র খেলোয়াড় কেএল রাহুলকে অস্থায়ী অধিনায়কত্বের জন্য বিবেচনা করা যেতে পারে, অন্যদিকে অভিজ্ঞ রোহিত শর্মাও দলে রয়েছেন।
গিলের বিশ্রাম প্রয়োজন
বোর্ড সূত্রের খবর, শুভমান গিলের চোট কেবল ঘাড়ের ব্যথাই নয়। আরও সমস্যা রয়েছে। তাঁর যথেষ্ট বিশ্রামের প্রয়োজন, যে কারণে টিম ম্যানেজমেন্ট তাঁকে তাড়াহুড়ো করে মাঠে নামানোর ঝুঁকি নিতে চায় না।

Advertisement
Read more!
Advertisement
Advertisement