Advertisement

ICC Champions Trophy: ভারত-বাংলাদেশ ম্যাচে বড় ভুল, পাকিস্তানের গোঁসায় ICC বলল,'আর হবে না'

ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচ নিয়ে অসন্তুোষ প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। ম্যাচ সম্প্রচারের সময় দেখানো হয়নি আয়োজক পাকিস্তানের (Pakistan) নাম। এ ব্যাপারেই অসন্তুষ্ট পিসিবি (PCB) চিঠি লিখল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-কে (ICC)। পাক বোর্ডের দাবি মেনেও নিয়েছে আইসিসি। জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে যা বোলার বলবে সম্প্রচারকারী সংস্থা।  

ভারত বনাম বাংলাদেশভারত বনাম বাংলাদেশ
Aajtak Bangla
  • দুবাই,
  • 22 Feb 2025,
  • अपडेटेड 3:40 PM IST

ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচ নিয়ে অসন্তুোষ প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। ম্যাচ সম্প্রচারের সময় দেখানো হয়নি আয়োজক পাকিস্তানের (Pakistan) নাম। এ ব্যাপারেই অসন্তুষ্ট পিসিবি (PCB) চিঠি লিখল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-কে (ICC)। পাক বোর্ডের দাবি মেনেও নিয়েছে আইসিসি। জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে যা বোলার বলবে সম্প্রচারকারী সংস্থা।  

কী নিয়ে বিতর্ক?
এর আগে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে স্ক্রিনের একেবারে উপরে বাঁদিকে আয়োজক পাকিস্তানের নাম ছিল। তবে ভারত-বাংলাদেশ ম্যাচে সেই নাম দেখা যায়নি। তবে দুই ম্যাচে এমন পার্থক্য কেন তা জানতে চাইল পাকিস্তান। নিয়ম অনুযায়ী, সম্প্রচারের সময় টুর্নামেন্টের লোগো ও আয়োজক দেশের নাম দিতে হয়। সেই হিসেবে এ বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি লেখার পাশাপাশি সেখানে পাকিস্তানের নামও লিখতে হতো। কিন্তু ভারত বাংলাদেশ ম্যাচে সেটা ছিল না।

আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়, টেকনিক্যাল সমস্যার জন্য এমনটা হয়েছে। তবে তাতে সন্তুষ্ট নয় পাক ক্রিকেট বোর্ড। তাদের দাবি, একটা ম্যাচে এটা করা গেলে, অন্য ম্যাচে করা গেল না কেন? এরপর জানিয়ে দেওয়া হয়, সম্প্রচারের সময় লোগোর দায়িত্ব থাকে সম্প্রচারকারী সংস্থার হাতে। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফি সম্প্রচার করছে যেই সংস্থা তাদের হাতে দায়িত্ব। এক্ষেত্রে আইসিসির কিছু করার নেই।

চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো বিতর্ক

পাকিস্তানের নাম নিয়ে সমস্যা

আয়োজক হিসেবে পাকিস্তানের নাম নিয়ে সমস্যা শুরু থেকে ছিল। ভারতীয় দল আয়োজক হিসেবে পাকিস্তানের নাম রাখতে চায় না বলে খবর ছিল। যদিও চূড়ান্ত জার্সিতে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম রয়েছে। এমনকি পাকিস্তানে ভারতের পতাকা রাখা নিয়েও বিতর্ক হয়েছিল। তবে পরে সেই সমস্যাও মিটে যায়।

এমন আবহেই রবিবার মুখমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচটা পাকিস্তানকে জিততেই হবে। না হলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে আয়োজকদের। কারণ তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে।  
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement