Advertisement

ICC World Cup 2023 Eden Gardens: লক্ষ্মী পুজোয় দর্শক নেই ইডেনে, ফাঁকা মাঠেই খেলছে বাংলাদেশ-নেদারল্যান্ড

বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। তবে ইডেনে প্রথম ম‍্যাচেই দেখা গেল ফাঁকা গ‍্যালারি। তবে ভারতের ম‍্যাচে তেমনটা হবে না বলেই মনে করা হচ্ছে। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই টিকিটের যে চাহিদা দেখা গিয়েছিল তা উধাও এদিনের ম্যাচে। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ বলেই কি উৎসাহ কম। নাকি ক্রীড়া প্রেমীদের প্রায় সকলেই ব্যস্ত লক্ষ্মী পুজোয়। সে উত্তর কিন্তু এখনও অজানা।

ফাঁকাই থাকল ইডেন গার্ডেন্সফাঁকাই থাকল ইডেন গার্ডেন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2023,
  • अपडेटेड 7:27 PM IST

বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। তবে ইডেনে প্রথম ম‍্যাচেই দেখা গেল ফাঁকা গ‍্যালারি। তবে ভারতের ম‍্যাচে তেমনটা হবে না বলেই মনে করা হচ্ছে। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই টিকিটের যে চাহিদা দেখা গিয়েছিল তা উধাও এদিনের ম্যাচে। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ বলেই কি উৎসাহ কম। নাকি ক্রীড়া প্রেমীদের প্রায় সকলেই ব্যস্ত লক্ষ্মী পুজোয়। সে উত্তর কিন্তু এখনও অজানা।

যদিও লক্ষ্মী পুজোর যুক্তি কিন্তু ধোপে টিকছে না। ভারতের ম‍্যাচ ছাড়া গোটা দেশেই স্টেডিয়াম প্রায় ফাঁকা থাকছে। একই ছবি এদিন দেখা গেল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সেও।  তবে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এসেছেন বিশ্বকাপ দেখতে। নিউ মার্কেট বা পার্ক স্ট্রিট অঞ্চলের প্রচুর হোটেলেই এখন ঘর ভাড়া নেই। বিশ্বকাপে এবার সব ম‍্যাচের টিকিটই বিক্রি হয়েছে অনলাইন। টিকিট কাটতে গেলেই দেখা যায় সোল্ড আউট অর্থাৎ টিকিট হাউস ফুল। কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই হতাশ করে গ‍্যালারি। 

ভারতের ম‍্যাচ ছাড়া আর কোন ম‍্যাচেই স্টেডিয়াম ভর্তি হচ্ছে না। একই ছবি দেখা গেল ইডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম‍্যাচেও। এদিন শাকিবদের ম‍্যাচেও দেখা গেল ফাঁকা স্টেডিয়াম। অথচ ম্যাচের আগে দেখা গিয়েছে টিকিট নিয়ে কাড়াকাড়ি। প্রত্যাশামতো টিকিট না পেয়ে সমর্থকদের ক্ষোভ। টিকিটের কাতর আবদার। অথচ ম‍্যাচ শুরু হতেই দেখা মিলল অন‍্য ছবির। 

যদিও এই নিয়ে বেশি ভাবতে নারাজ আয়োজকেরা। আয়োজকদের মতে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের ম‍্যাচ বলেই ফাঁকা স্টেডিয়াম। তবে পাকিস্তান বনাম ইংল্যান্ড বা পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে স্টেডিয়াম ভর্তি হবে। এছাড়াও আয়োজকদের মতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ঠাসা থাকবে ইডেন গার্ডেন্স।

Read more!
Advertisement
Advertisement