Advertisement

ICC World Cup 2023 India VS Afghanistan: ৯০ বল বাকি থাকতেই জয় ভারতের, রোহিতের সেঞ্চুরির পর ৫০ বিরাটেরও

দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামছে ভারতীয় দল। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। ভারতীয় দলে পরিবর্তন এসেছে। ম্যাচে নেই রবিচন্দ্রন অশ্বিন। এসেছেন শার্দূল ঠাকুর।

দারুণ ইনিংস বিরাট ও রোহিতের
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Oct 2023,
  • अपडेटेड 9:34 PM IST

দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামছে ভারতীয় দল। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। ভারতীয় দলে পরিবর্তন এসেছে। ম্যাচে নেই রবিচন্দ্রন অশ্বিন। এসেছেন শার্দূল ঠাকুর।

আবার উইকেট রশিদের

১৩১ রান করে আউট হয়ে গেলেন রোহিত। ২০৭ রানে ২ উইকেট হারাল ভারত। 

সেঞ্চুরি করে ফেললেন রোহিত

৬৩ বলে সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন রোহিত। 

মাত্র ৬৩ বলে সেঞ্চুরি 

দারুণ হাফ সেঞ্চুরি রোহিতের

মাত্র ৩০ বলে হাফ সেঞ্চুরি ভারতের ক্যাপ্টেনের। 

ব্যাট করতে নামলেন রোহিতরা

ভারত চেজ শুরু করল। ওপেন করতে নামলেন রোহিত শর্মা ও ইশান কিশান।  

২৭২ করল আফগানিস্তান

ভারতকে জিততে হলে ২৭৩ রান করতে হবে।  

বেধড়ক পেটাচ্ছেন রশিদ খান

৪৮ ওভারে ২৬২ রান আফগানিস্তানের। দারুণ ছন্দে রশিদ খান। 

২৪৭ আফগানিস্তানের

৪৭ ওভার শেষে আফগানিস্তানের রান ২৪৭। ৭ উইকেট হারিয়ে ফেলেছে তারা। 

ব্যর্থ নবী

২৭ বলে ১৯ রান করে আউট হলেন নবীও। 

আউট জার্দান

জার্দান মাত্র ২ রান করে আউট হলেন। আরও চাপে আফগানিস্তান। 

৫ উইকেট হারিয়ে ফেলল আফগানিস্তান

২২৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলল আফগানিস্তান। আউট সাহিদি। কুলদীপের বলে আউট তিনি। ৮৮ বলে ৮০ রানের ইনিংস খেলে ফিরলেন আফগান ক্যাপ্টেন। 

উইকেট হারাল আফগানিস্তান

দ্বিতীয় উইকেট হার্দিকের, ১৮৪ রানে ৪ উইকেট হারাল আফগানিস্তান। 

৫০ করে ফেললেন ওমারযাই

দারুণ ছন্দে আফগানিস্তানের এই ব্যাটার। উইকেট চাইছে ভারতীয় দল।  

Advertisement

১৫০ পেরল আফগানিস্তান

৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ করে ফেলল আফগানিস্তান। 

৩০ ওভার শেষ

৩০ ওভার শেষে ৩ উইকেটে ১৪৭ রান আফগানিস্তানের। পার্টনারশিপ ভাঙতে মরিয়া ভারত। 

১০০ পেরল আফগানিস্তান

৩ উইকেটে ১০০ পেরল আফগানিস্তান, জুটি গড়ছেন শাহিদি ও ওমারযাই। উইকেটের খোঁজে ভারতীয় দল। 

১৫ ওভারের খেলা শেষ

১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭০ রান আফগানদের।

পরপর দুই উইকেট হারাল আফগানিস্তান

একের পর এক উইকেট হারাল আফগানিস্তান। গুরবাজের পর আউট রহমত। ডিআরএস নিয়েও লাভ হল না। 

আউট ইব্রাহিম

৩২ রানে প্রথম উইকেট হারাল আফগানিস্তান। ২৮ বলে ২২ রান করে আউট ইব্রাহিম। উইকেট নিলেন বুমরা। 

আফগানিস্তান দলে কারা?

আফগানিস্তান (প্লেয়িং ইলেভেন): রহমানুল্লা গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল হক, ফজল হক ফারুকী।

ভারতের দলে কারা?

ভারত (প্লেয়িং ইলেভেন): রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

টসে জিতল আফগানিস্তান

ভারতের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিল আফগানিস্তান। তাদের দলে কোনও বদল আসেনি। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement