India vs New Zealand: বড় রানের দিকে এগোচ্ছে ভারত। সেমিফাইনালে ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স। ম্যাচের প্রতিটি খবরের লাইভ আপডেট রইল।
- ফের উইকেট নিলেন মহম্মদ শামি। ৬ উইকেট নিলেন তিনি। ৯ উইকেট হারাল নিউজিল্যান্ড।
- ৮ উইকেট হারাল নিউজিল্যান্ড, ফাইনালে ওঠার দোরগোড়ায় ভারত
- এবার উইকেট নিলেন মহম্মদ সিরাজ। ক্যাচ ধরলেন রোহিত।
- বিশ্বকাপে সবথেকে বেশিবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন শামি
- ২৯৫ রানে ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড, ভালো ক্যাচ জাদেজার
- এক ওভারে ২০-রও বেশি রান দিল মহম্মদ সিরাজ
- বল হাতে কামাল শামির, ২৫০ রান পেরোল নিউজিল্যান্ড
- উইলিয়ামসন-মিচেলের জুটিতে এগোচ্ছে কিউয়িরা, ২ উইকেটে পেরোল ১৫০
- ৩৯ রানে দ্বিতীয় উইকেট হারাল কিউয়িরা।
- নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন, কনওয়েকে ফেরালেন শামি
- ব্যাট করতে নেমেছেন কেন উইলিয়ামসন।
- নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন, কনওয়েকে ফেরালেন শামি
- বিরাট কোহলিকে নিয়ে আবেগপ্রবণ সচিন
-
সেঞ্চুরি করে আউট শ্রেয়স অপ্রতিরোধ্য ভারত? ৭০ বলে ১০৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। সেঞ্চুরি হাঁকালেন কোহলি সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। ফের সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। দুর্দান্ত ব্যাটিং শ্রেয়সের চার মারলেন শ্রেয়স আইয়ার। ৪৩ বলে ৬০ রান। ২৮৫ রানে ১ উইকেট ভারতের। সেঞ্চুরির পথে বিরাট কোহলি ফের একটি সেঞ্চুরির পথে বিরাট কোহলি। ফের ছয় শ্রেয়সের আবার ছয় মারলেন শ্রেয়স। ২৫ বলে ৩৮ রান শ্রেয়সের। সেঞ্চুরির পথে এগোচ্ছেন কোহলিও। দুর্দান্ত ছক্কা শ্রেয়সের আবার একটি ছয় শ্রেয়স আইয়ারের। বিরাট কোহলি ৮০ বলে ৭৫ রান। শ্রেয়স ২২ বলে ৩০। ৩০ ওভারে ২১৪ রান ভারতের
বিরাট কোহলির হাফ সেঞ্চুরি রোহিত শর্মা আউট, চোট লেগে বাইরে গিল। তবুও লক্ষ্যে অবিচল বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৯ বলে ৫০ বিরাটের। ২৫ ওভার শেষ ১ উইকেট হারিয়ে ভারতের রান ১৭৮। ক্রিজে ৪৫ রান করে অপরাজিত বিরাট কোহলি। পায়ে চোট গিলের পায়ে চোট শুভমন গিলের। রিয়াটার্ড হার্ট হলেন গিল। নামলেন শ্রেয়স আইয়ার। বিরাট-গিলের জুটি ৬৪ বলে ৭৮ রানে খেলছেন গিল। ৪০ বলে ৩০ রানে খেলছেন বিরাট কোহলি। দেড়শো রানের গণ্ডি পার গিল ও বিরাটের ভাল ব্যাটিংয়ের জেরে দেড়শো রানের গণ্ডি পার করল ভারত। ছক্কা হাঁকালেন গিল ফের ছয় মারলেন শুভমন গিল। পরের বলেই ৪ মারলেন। শুভমনের হাফ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করে ফেললেন শুভমন গিল। ৪৩ বলে ৫১ রানের ঝকঝকে ইনিংসে ৭টি চার ও একটি ছয়। ১০০ রানের গণ্ডি পার ১০০ রানের গণ্ডি পেরলো ভারত। হাফ সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে শুভমন গিল। Rohit Sharma wins the toss and #TeamIndia have elected to bat in Semi-Final 1 🙌
আউট রোহিত শর্মা ৪৭ রানে ক্যাচ আউট হলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। সাউদির বলে ক্যাচ আউট হলেন রোহিত। প্রথম উইকেট হারাল ভারত। ৮ ওভারে ৭০ রান দ্রুত অর্ধশতকের দিকে এগোচ্ছেন রোহিত শর্মা। ফের ৪ মারলেন গিল। ৫ ওভারেই ৫৭ রান ভারতের রোহিত শর্মা ২১ বলে ৪৪ রান করে ফেললেন। চার ও ছক্কার বন্যা দুরন্ত ফর্মে রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম ওভারেই ১০ রান ভারতের। ২ ওভারের পরে ১৮ রান। রোহিতের ১০ ও শুভমানের ৮ রান। টিম ইন্ডিয়ার একাদশে কারা? আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র যাদব, মহম্মদ শামি, কূলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। দলে পরিবর্তন করেনি ভারত ভারতীয় দলে কোনও পরিবর্তন হয়নি। টসে জিতল ভারতীয় দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা।