Advertisement

ICC World Cup 2023 Shubhman Gill Sara Tendulkar: গিলের হাফ সেঞ্চুরি, গ্যালারিতে সচিন-কন্যা সারা যা করলেন, দেখুন VIDEO

বিশ্বকাপে ভারতীয় দল সহজেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। টানা তিন ম্যাচ জিতে দারুণ ছন্দে টিম ইন্ডিয়া। ম্যাচে দারুণ পারফর্ম করেছেন ওপেনার শুভমন গিল। ম্যাচ দেখতে পুনের স্টেডিয়ামে এসেছিলেন সচিন কন্যা সারা। গিলের হাফসেঞ্চুরি দেখে উচ্ছ্বসিত তিনি। সেই ভিডীও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সারা তেন্ডুলকর ও শুভমন গিল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Oct 2023,
  • अपडेटेड 4:24 PM IST

বিশ্বকাপে ভারতীয় দল সহজেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। টানা তিন ম্যাচ জিতে দারুণ ছন্দে টিম ইন্ডিয়া। ম্যাচে দারুণ পারফর্ম করেছেন ওপেনার শুভমন গিল। ম্যাচ দেখতে পুনের স্টেডিয়ামে এসেছিলেন সচিন কন্যা সারা। গিলের হাফসেঞ্চুরি দেখে উচ্ছ্বসিত তিনি। সেই ভিডীও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

শুভমান হাফসেঞ্চুরি করতে না করতেই টেলিভিশন ক্যামেরায় দেখা যায় বিশেষ দৃশ্য। পুনের এমসিএ স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে থাকা সচিন কন্যা সারা তেন্ডুলকর শুভমানের হাফসেঞ্চুরির পরই হাততালি দিতে থাকেন। সেই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবারের বিশ্বকাপে গিল এই নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলেছেন।  প্রথম দুটো ম্যাচ তিনি ডেঙ্গির কারণে খেলতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গত ম্যাচে কামব্যাক করেছেন। ওই ম্যাচে শুভমান শুরুটা ভালো করলেও জলদি আউট হয়ে গিয়েছিলেন। তবে পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে গিল বেশ বুঝেশুনে ব্যাটিং শুরু করেন। 

শুধু তাই নয়, ভারতের ফিল্ডিং-এর সময় দারুণ ক্যাচ ধরেন গিল। সেই সময়ও স্ট্যান্ডে থাকা সারাকে আনন্দে মাততে দেখা যায়। সেই ঘটনা নিয়েই আলোচনা শুরু হয়। আসলে অনেকদিক ধরেই সারা ও গিলের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সেই কারণেই সারার প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবারের ম্যাচে শুরুতে ব্যাট করে বাংলাদেশ। ভারতের সামনে জয়ের জন্য ২৫৭ রানের লক্ষ্য দেন নাজমুল হোসেন শান্তরা। জবাবে শুরুটা টিম ইন্ডিয়া যথেষ্ট ভালো করেছে। ব্যাট হাতে বাংলাদেশ শিবিরে আঘাত হানেন রোহিত শর্মা। এই ম্যাচে তিনি ৪৮ রান করে ফিরে যান তিনি। টিম ইন্ডিয়ার এই দুই ওপেনার ৮৮ রানের একটা দারুণ পার্টনারশিপ গড়ে তোলেন। রোহিত আউট হলেও উল্টো দিকে আক্রমণ জারি রাখেন গিল। তিনি যখন ফেরেন তখন ৫৫ বল খেলে ৫৩ রান করে ফেলেছেন টিম ইন্ডিয়ার ওপেনার। রোহিতের সঙ্গে জুটি গড়ে ভারতকে শক্ত ভিতের উপর দাড় করিয়ে আউট হন গিল।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement