Advertisement

ICC World Cup 2023 Mitchell Marsh: পায়ের তলায় বিশ্বকাপ, VIRAL ছবিতে ট্রোলের মুখে মার্শ

বিশ্বকাপ জিতেও বিরাট বিতর্কের মুখে অস্ট্রেলিয়ার মিশেল মার্শ (Mitchell Marsh)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শ বিশ্বকাপ ট্রফির উপরে দুই পা রেখে ড্রেসিংরুমে বিশ্রাম নিচ্ছেন। এই ছবিটি শুরুতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। এই ভঙ্গি 'অসম্মানজনক' বলে মনে করছেন নেটিজেনরা।

অস্ট্রেলিয়া ও মিশেল মার্শ
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 20 Nov 2023,
  • अपडेटेड 1:05 PM IST

বিশ্বকাপ জিতেও বিরাট বিতর্কের মুখে অস্ট্রেলিয়ার মিশেল মার্শ (Mitchell Marsh)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শ বিশ্বকাপ ট্রফির উপরে দুই পা রেখে ড্রেসিংরুমে বিশ্রাম নিচ্ছেন। এই ছবিটি শুরুতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। এই ভঙ্গি 'অসম্মানজনক' বলে মনে করছেন নেটিজেনরা।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ ট্রফি তোলার কয়েক ঘণ্টা পর ছবিটি শেয়ার করা হয়েছে। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় দলকে অস্ট্রেলিয়া ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ছবিটি হোটেলের ঘরে থেকে তোলা হয়েছে বলেই মনে হচ্ছে। অজি দলের ক্রিকেটারদের এই সময় নিজেদের মধ্যে গল্প গুজবে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই ট্রোল করা হচ্ছে মার্শকে।

ট্রোলের মুখে মার্শ

এমনকি অনেকে লিওনেল মেসির উদাহরনও তুলে ধরেছেন। ২০২২ ফিফা বিশ্বকাপ জিতে ট্রফি জড়িয়ে শুয়েছিলেন আর্জেন্টিনার ক্যাপ্টেন। বিশ্বকাপকে সম্মান করেননি মার্শ এমনটাই তাদের দাবি। অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করে তাদের ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জিতল। রবিবার আহমেদাবাদে,অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয়। শুরু থেকে চালিয়ে খেললেও ৪৭ রানে আউট হন ক্যাপ্টেন রোহিত শর্মা। বিরাট কোহলি ও কেএল রাহুল ছাড়া কেউই  হাফ সেঞ্চুরি করতে পারেননি। ৬৩ বলে ৫৪ রান করে প্লেড অন হন বিরাট কোহলি। চারটে চার মারলেও, একটাও ছক্কা মারতে পারেননি কিং কোহলি। ১০৭ বল খেলে ৬৬ রান করে আউট হন কেএল রাহুল। 


জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই দুই উইকেট হারালেও, আক্রমণের রাস্তা থেকে এক ফোঁটাও সরেনি অস্ট্রেলিয়া। মার খেতে থাকেন ভারতীয় বোলাররা। স্যুইংও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা। রান আসতে থাকায়, চাপ অনেকটাই কমে যায় অজিদের। সেখান থেকে ট্রাভিস হেড ও লাবুশেন দলকে চ্যাম্পিয়ন করেন। ট্র্যাভিস হেড মাত্র ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের দিকে নিয়ে যান। অস্ট্রেলিয়া ৪২ বল বাকি থাকতেই ছয় উইকেটে জিতে নেয় বিশ্বকাপ।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement