India vs Australia 3rd Test Live Score: বৃষ্টিতে পণ্ড প্রথম দিনের ম্যাচ, বিনা উইকেটে ২৮ রান অস্ট্রেলিয়ার

Aajtak Bangla | ব্রিসবেন | 14 Dec 2024, 12:03 PM IST

তৃতীয় টেস্টে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিল ভারতীয় দল। গাব্বায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তা দেখেই এই সিদ্ধান্ত রোহিত শর্মাদের। দলে জায়গা পেয়েছেন আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজা। 

Brisbane

তৃতীয় টেস্টে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিল ভারতীয় দল। গাব্বায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তা দেখেই এই সিদ্ধান্ত রোহিত শর্মাদের। দলে জায়গা পেয়েছেন আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজা। 

6:49 AM (5 months ago)

ভাল ছন্দে অস্ট্রেলিয়ার ওপেনাররা

Posted by :- Jagrick Dey

বৃষ্টির পর ফের শুরু হল ম্যাচ। বিনা উইকেটে ২৩ রান করে ফেলল অস্ট্রেলিয়া। বল স্যুইং হচ্ছে না। ফলে ভারতীয় দলের বোলাররা সেভাবে সুবিধাও পাচ্ছেন না। উইকেট পেতে মাঝেমধ্যেই শর্ট বল করে ফেলছেন দুই পেসার। আর তাতেই সুবিধা পাচ্ছেন, ম্যাকসুইনি ও উসমান খজা।  

6:17 AM (5 months ago)

বৃষ্টি শুরু গাব্বায়

Posted by :- Jagrick Dey

বন্ধ হল ম্যাচ। ষষ্ঠ ওভারেই বন্ধ হল ম্যাচ। ড্রেসিংরুমে দুই দলের ক্রিকেটাররা।

5:58 AM (5 months ago)

টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত

Posted by :- Jagrick Dey

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল। বৃষ্টির সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। 

5:57 AM (5 months ago)

অস্ট্রেলিয়া দলেও বদল

Posted by :- Jagrick Dey

চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি জস হ্যাজেলউড (Josh Hazlewood)। তবে তৃতীয় টেস্টে ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার। অ্যাডিলেডে সুযোগ পেয়ে স্কট বোলান্ড (Scott Boland) দারুণ বল করেছিলেন। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট নিয়েছিলেন। কিন্তু ব্রিসবেন টেস্টে তাঁকেই বসতে হবে মাঠের বাইরে। 

ব্রিসবেন টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন: উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস ল্যাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যান্ডিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজলউড।

5:56 AM (5 months ago)

ভারতীয় দলে জোড়া বদল

Posted by :- Jagrick Dey

জায়গা পেলেম রবীন্দ্র জাদেজা ও আকাশ দীপ।

ব্রিসবেন টেস্টের জন্য ভারতের প্লেয়িং ১১: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), নীতীশ কুমার রেডিড, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।